বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) নিয়ে এবার এক নতুন জল্পনা প্রকাশ্যে এসেছে। মধ্যমগ্রামে (madhyamgram) তৃণমূলের পার্টি অফিসের সামনে পড়ল শুভেন্দুর পোস্টার। রাজনৈতিক চাপানউতোড়ের মধ্যে এক নতুন পোস্টারে দেখা গেল এক নতুন স্লোগানও। ‘নতুন সূর্যোদয় ঘটবে, নতুন ভোর আসবে’, নীচে রয়েছে সেই ‘আমরা দাদার অনুগামী’।
মধ্যমগ্রামে পড়ল শুভেন্দুর পোস্টার
উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি সামনে যশোর রোড জুড়ে এবার পড়ল শুভেন্দু অধিকারীর পোস্টার। তবে এই পোস্টারে নতুন কিছু সংযোজন হয়েছে, যাকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে বঙ্গরাজনীতি। কখনও তাতে লেখা রয়েছে ‘জরাজীর্নের হোক অবসান, নতুনকে করো আহ্বান’, আবার কখনও লেখা রয়েছে ‘নতুন সূর্যোদয় ঘটবে, নতুন ভোর আসবে’।
সঙ্গে রয়েছে নতুন শ্লোগানও
বর্তমান সময়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে সংশয়ে রয়েছে রাজ্য রাজনীতি। তাঁর রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছেন শুভেন্দু। মধ্যমগ্রামে তাঁর এই নতুন পোস্টারকে কেন্দ্র করে সেই চর্চার জল আরও ঘোলা হয়ে উঠেছে। তবে শুধু মধ্যমগ্রামই নয়, এর আগে বারাসাতেও শুভেন্দুর পোস্টার পড়তে দেখা গিয়েছিল। তবে সেখানে শুধু আমরা দাদার অনুগামী থাকলেও, এবার নতুন সূর্যোদয়ের শ্লোগান অ্যাড হয়েছে।
মমতার আদর্শেই থাকতে চান তৃণমূল অনুগামীরা
শুভেন্দু অধিকারীর নামের এই পোস্টার দলের বঞ্চিতদের একাংশ ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন, তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য ও মধ্যমগ্রাম প্রশাসক মন্ডলীর সদস্য প্রকাশ রাহা। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, তারা মমতার অনুগামী রূপেই মানুষের কাছে পৌঁছে যাবেন।
সময়ের সঙ্গে এগোতে চায় দাদার অনুগামীরা
অন্যদিকে দাদার অনুগামী থেকে তৃণমূল নেতা সুভাষ মিত্র জানিয়েছেন, ‘শুধুমাত্র বারাসাত এবং মধ্যমগ্রামই নয়, আমরা উত্তর ২৪ পরগণার প্রতিটি পুরসভা ও ব্লকে ছড়িয়ে রয়েছি। শুভেন্দু অধিকারীর আদর্শে বিশ্বাসী আমরা। সময়ের সঙ্গে সঙ্গেই আমরা এগিয়ে যাব, পেছানোর কোন কারণ নেই’।