বাংলাহান্ট ডেস্ক: দু সপ্তাহ হতে চলল প্রয়াত হয়েছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla)। তাঁর অকাল মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া। অনুরাগীরা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না তাঁর মৃত্যুর খবর। দুঃসংবাদ শুনে কয়েকজন ভক্ত অসুস্থও হয়ে পড়েছেন। প্রতিদিনই ‘সিডনাজ’ এর পুরনো বা অদেখা ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন তাঁদের অনুরাগীরা।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত সিদ্ধার্থের এক ‘হামশকল’ এর ভিডিও। চন্দন নামে ওই ব্যক্তি সিদ্ধার্থের একজন বড় ভক্ত। দীর্ঘদিন ধরে অভিনেতার স্টাইল নকল করার চেষ্টা করছেন তিনি। সিদ্ধার্থ অনুরাগীদের মধ্যে তাঁর বেশি পরিচিতিও আছে। ইনস্টাগ্রামে নয় হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে চন্দনের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ ও শেহনাজের কথাবার্তার স্টাইল নকল করছেন চন্দন। তাঁর পোশাক, লুকসও হুবহু সিদ্ধার্থের মতোই। চন্দনের এই ভিডিওগুলিতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের। অনেকে বেশ পছন্দ করছেন তাঁকে। আবার অনেকের একেবারেই মনঃপূত হয়নি চন্দনের এই কার্যকলাপ। তাঁকে সিদ্ধার্থের নকল করতে মানাও করেছেন তাঁরা।
https://www.instagram.com/reel/CTwF5l1KwI8/?utm_medium=copy_link
গত ২ রা সেপ্টেম্বর সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বিগ বস ১৩ র বিজেতা ছিলেন সিদ্ধার্থ। শো কে দারুন টিআরপি দিয়েছিলেন তিনি। এই শো থেকেই তাঁর আলাপ শেহনাজ গিলের সঙ্গে। বিগ বসের ঘরে সর্বসমক্ষে সিদ্ধার্থকে শেহনাজ বলেছিলেন, ‘তুমি শুধু আমার’।
https://www.instagram.com/reel/CTlziPuga0M/?utm_medium=copy_link
শুধুই দেখনদারি নয়, ‘সিডনাজ’এর সম্পর্ক ছিল বিগ বসের পরেও। চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতেও বসার পরিকল্পনা করছিলেন দুজন। সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই খোঁজ পড়েছিল শেহনাজের। তাঁর বাবা সন্তোখ সিং সুখ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভাল নেই মেয়ে। সিদ্ধার্থের মৃত্যুতে ভেঙে পড়েছেন শেহনাজ।