বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের একটি চিঠিতেই গাড়ি ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল সিকিম সরকার। সিকিম (Sikkim) প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই গাড়ি ভাড়ার নতুন চার্ট প্রকাশিত করা হয়েছে। এরপর যে সিকিম ভ্রমণের খরচ অনেকটা কমতে চলেছে তা বলাই যায়। গত ২৪শে মে একটি বৈঠক করে সিকিমের পর্যটন এবং অসামরিক পরিবহণ দফতর।
গাড়ি ভাড়ার চার্টের পাশাপাশি এই বৈঠকে আলোচনা করা হয় গ্যাংটক থেকে নাথু লা, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির যাওয়ার পারমিটের খরচের ব্যাপারে। মুখ্য সচিবের ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন DGP, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, পর্যটন কমিশনার তথা পরিবহণ সচিব, পর্যটন সচিব এবং IG চেক পোস্ট ও সংশ্লিষ্ট সেনা অফিসারেরা।
আরোও পড়ুন : মাধ্যমিক উত্তীর্ণ হলে মিলবে পোস্ট অফিসে চাকরি! মাসিক বেতন ৪০ হাজার টাকা,অ্যাপ্লাই না করলেই লস
সবার অনুমতি নিয়েই তৈরি করা হয়েছে ভাড়ার চার্ট। নতুন ভাড়ার চার্ট অনুযায়ী, লাক্সারী ট্যাক্সির ভাড়া কমিয়ে ৭০০০ টাকা ও সাধারণ ট্যাক্সির ভাড়া কমিয়ে ৬০০০ টাকা নির্দিষ্ট করা হয়েছে। নির্দিষ্ট এই ভাড়ার থেকে চালকরা যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাইতে পারবেন না। গাড়ি চালকেরা যদি এই ভাড়ার বাইরে টাকা দাবি করেন তাহলে পর্যটকেরা অভিযোগ জানাতে পারবেন।
আরোও পড়ুন : আর টিকতে পারবে না চীন! এবার মাথা নোয়াতেই হবে ভারতের কাছে, এই ৩ সূত্রেই আসবে সাফল্য
অভিযোগ জানানোর ফোন নাম্বারগুলি হল : 9434182178 (পর্যটন দফতর), 7908081127 (পুলিশ চেক পোস্ট) এবং 9434126851 (পরিবহণ দফতর)।বিবৃতি জারি করে জানানো হয়েছে, কোনও গাড়িচালক বা গাড়ির মালিক নির্দিষ্ট চার্টের নিয়ম না মেনে অতিরিক্ত ভাড়া চাইলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮, কেন্দ্রীয় মোটর ভেহিকল রুল ১৯৮৯ এবং সিকিম মোটর ভেহিকল রুল ১৯৯১ অনুসারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মোটা টাকাও জরিমানা করা হতে পারে। সিকিমের পর্যটন এবং অসামরিক পরিবহণ দফতরের মুখ্য সচিব সি এস রাও বলছেন, ‘লাক্সারি গাড়ি এবং সাধারণ ট্যাক্সির জন্য যথাক্রমে ৭ হাজার এবং সাড়ে ৬ হাজার টাকা ভাড়া নির্ধারিত করা হয়েছে। এর মধ্যেই রয়েছে গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার জন্য রাউন্ড ট্রিপের পারমিট চার্জও। এই মুহূর্ত থেকে নয়া নির্ধারিত ভাড়া লাগু করা হচ্ছে।’