বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার কমে চলেছে সোনার দাম (gold price)। বৃহস্পতিবার এক ধাক্কায় ৪৫ হাজারের ঘরে নেমে আসার পর আজ অর্থাৎ শুক্রবার আবারও একধাপ কমল সোনার দাম। তাপমাত্রার পারদ ধীরে ধীরে যেভাবে চড়তে শুরু করেছে, সোনার দামের পারদও ধীরে ধীরে নামতে শুরু করেছে।
সোনার দামের এই ভারী পতন শুক্রবার বিকেল ৫ টা অবধি লক্ষ্য করা গেল। সেইসঙ্গে সোনার দোকানে উপছে পড়া ভিড়ও দেখা গেল। সোনার দাম কমার সঙ্গে সঙ্গেই বিক্রেতাদের মুখের হাসি মলিন হয়ে গেলেও, ক্রেতাদের ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠেছে।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৯৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৯৪ টাকা।
এক নজরে ঘুরে নিন ভারতের বেশ কিছু এলাকার স্বর্ণবাজার।
দিল্লীতে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৫৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫৪ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩২৫০ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৮.৮০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৮৮ টাকা।