মুখ থুবড়ে পড়ল সোনার দাম, সঙ্গী হল রূপোও- জানুন আজকের দর

বাংলাহান্ট ডেস্কঃ লক্ষ্মীবারে আবারও পড়ল সোনার গ্রাফ, নিম্নগামী হল সোনার দাম (gold price)। মাঝে সামান্য বৃদ্ধি পেলেও, সপ্তাহের মাঝেই মুখ থুবড়ে পড়ল স্বর্ণ বাজার। সোনার সঙ্গে সঙ্গী হল রুপোও। আজ সোনার দামের পাশাপাশি কমতে দেখা গেল রূপোর দামও।

নতুন মাসের শুরু থেকেই একেবারে ৪৪ হাজারের ঘরে দাঁড়াল সোনার দামের গ্রাফ। গত ফেব্রুয়ারী মাসে সোনার দামের পতন হলেও, এতোটা পতন হতেও দেখা যায়নি। বিয়ের মরশুমে আবারও মুখ থুবড়ে পড়ল স্বর্ণ বাজার।

gold rate chennai 1 800x445 1

সোনার দামের এই পতন বিকেল সাড়ে ৫ টা অবধি বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেল।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৩০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৭০০০ টাকা এবং ১ গ্রামের ৪৭০০ টাকা।

gold prices

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৯৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৮০ টাকা।

silver 5

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে পতনের পর রূপোর দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম ৬৬.২০ টাকা এবং ১ গ্রামের দাম ৬৬২ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর