‘এবার লড়াই হবে ধর্ম আর অধর্মের!” লোকসভা নির্বাচনের আগে বড় বয়ান স্মৃতির, লক্ষ্য স্থির বিজেপিরও

বাংলা হান্ট ডেস্ক: আগামী নির্বাচন ধর্ম বনাম অধর্মের হতে চলেছে। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। শনিবার মধ্যপ্রদেশের শহরে ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন একটি জনসভায় ভাষণ দেন তিনি। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এটা ভোটের লড়াই নয়, এটা ধর্ম বনাম অধর্মের লড়াই।’ সনাতন ধর্ম (Sanatana Dharma) সম্পর্কে ডিএমকে নেতাদের সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, ‘ব্রিটিশরা পালিয়েছে, মুঘলরা শেষ হয়ে গিয়েছে। আমরা এখনও আছি এবং আগামিকালও থাকব।’

স্মৃতি বলেন, ‘আমাদের যাতে এই চিন্তা না হয় যে আগামী দিনে আমরা শুধু নির্বাচন করতে যাচ্ছি। এটা শুধু ভোটের লড়াই নয়, এটা তাদের সঙ্গে লড়াই যারা রামের নাম নিয়ে আদালতে হলফনামা দিয়ে রামের অস্তিত্ব অস্বীকার করে। এটা তাদের জোট যারা সনাতন ধর্মকে ধ্বংস করতে চাইছে। আমাদের সঙ্কল্প আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন আমরা আমাদের ধর্ম রক্ষা করব।’

বিরোধী জোটকে (INDIA Alliance) নিশানা করে এদিন কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সিংহের চামড়া পড়লেই শিয়াল সিংহ হয়ে যায় না বলেও মন্তব্য করেন স্মৃতি।

সম্প্রতি ১৪ জন সাংবাদিককে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। এদিন এই নিয়েও তীব্র কটাক্ষ করেন স্মৃতি ইরানি। গান্ধী পরিবারকে (Gandhi Family) নিশানা করে তিনি বলেন, ‘আমি জানতাম না, গান্ধী পরিবার সাংবাদিকদের প্রশ্নের ভয় পাবে।’

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট (Loksabha Election)। তার আগে আর কয়েক মাসের মধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। আর এই ভোটে ধর্মের ধ্বজা উড়িয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টায় বিজেপি। জি-২০ সামিট, গ্যাসের দাম কমানোর ইস্যুর পাশাপাশি এবার বিরোধীদের সনাতন নিয়ে বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমেছে গেরুয়া শিবির।

Monojit

সম্পর্কিত খবর