বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলেই উপনির্বাচন বাংলার দু দুটি আসনে। গরম উপেক্ষা করেই চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার পর্ব। আক্ষরিক অর্থেক তারকাখচিত উপনির্বাচন হতে চলেছে এটি। বালিগঞ্জে শূন্য স্থান পুনরুদ্ধারের জন্য লড়বেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য রয়েছে বড়সড় চমক। এখানে তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষনা করা হয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha)!
জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। সম্প্রতি বাংলায় বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এ রাজ্যে এসে বাংলার আইন কানুনের নৈরাজ্য জনক অবস্থার অভিযোগ করে কটাক্ষ শানিয়েছিলেন তিনি।
এবার পালটা তোপ দাগলেন সবুজ শিবিরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। শনিবার আসানসোলে ভোট প্রচারে এসেছিলেন তিনি। সভামঞ্চ থেকেই সুর চড়িয়ে সোহম বলেন, ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের একমাত্র পূজারী।
এদিন সোহম বলেন, “ত্রিপুরায় নির্বাচন চলাকালীন তৃণমূল নেতাদের হেনস্থা করেছে বিপ্লব দেবের সরকার ৷ ওরা নিজেরাই গণতন্ত্রের হত্যাকারী ৷ আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেন৷” তিনি আরো যোগ করেন, “গোটা বিশ্বে একমাত্র এক জনই রয়েছেন গণতন্ত্রের পূজারী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ।”
আগামী ১২ এপ্রিল আসানসোলে উপনির্বাচন। এতদিন ওই আসনে বিজেপির সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি এখন তৃণমূলে চলে এসেছেন। তাই সেখানে লোকসভা সাংসদের আসনটি ফাঁকা। এই আসনের জন্যই তৃণমূলের হয়ে লড়ছেন বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা।
আসানসোলে গেরুয়া শিবিরের হয়ে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পল। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন বাবুল সুপ্রিয়।