পর্দায় সামলেছেন দু দুজন খুদেকে, বাস্তব জীবনে কবে মা হতে চলেছেন? উত্তর দিলেন সোলাঙ্কি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) জয়যাত্রা অব‍্যাহত রয়েছে জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের (jisshu sengupta)। একের পর এক প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে তাঁকে। কেরিয়ারের পাশাপাশি ব‍্যক্তিগত জীবনেও বেশ সফল যিশু।‌

যিশু সেনগুপ্ত, অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে অনেকদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন যিশু। তাঁদের দুই কন‍্যাসন্তানও রয়েছে, সারা ও জারা। সব মিলিয়ে সুখী পরিবার। তবে সম্প্রতি ফের যমজ সন্তানের বাবা হয়েছেন যিশু।

maxresdefault 2 16
তবে এবার আর স্ত্রী নীলাঞ্জনা হননি তাদের মা। বরং অভিনেত্রী সোলাঙ্কি রায় (solanki roy) নেবেন যিশুর যমজ সন্তানের দায়িত্ব। আসলে সারোগেসির মাধ‍্যমে বাবা হয়েছে যিশু। দুই যমজ সন্তানকে মানুষ করতে তাঁকে সাহায‍্য করবেন সোলাঙ্কি।

তবে এই পুরো ব‍্যাপারটাই ঘটছে রিল লাইফে। উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘বাবা বেবি ও…’তে সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করছেন যিশু। ছবিতে সিঙ্গল ফাদারের ভূমিকায় দেখা যাবে যিশুকে যিনি সারোগেসির মাধ‍্যমে বাবা হয়েছেন।

অপরদিকে সোলাঙ্কির বাচ্চাদের খুব একটা পছন্দ নয়। যিশুর দুই সন্তান দেখে তাঁকে বিবাহিত বলে ভুল করেন তিনি। যিশুর চরিত্রের নাম মেঘ ও সোলাঙ্কির চরিত্রের নাম বৃষ্টি।
ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবির পরিচালক অরিত্র মুখার্জি রয়েছেন এই ছবির পরিচালনায়। মার্চেই শুরু হয় ছবির শুটিং। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন সোলাঙ্কি। করোনা পরিস্থিতিতে আড়াই সপ্তাহের মধ‍্যে শেষ করতে হয়েছে ছবির শুটিং।

https://www.instagram.com/p/CMwNjgChQzB/?igshid=ybs1tql0m6n3

শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সোলাঙ্কি জানিয়েছেন শুটিং সেট মাতিয়ে রেখেছিল চার খুদে। এদের মধ‍্যে দুজনের বয়স সাত থেকে আট মাস ও অন‍্য দুজন  তিন চার মাস বয়সী। তারা নাকি যিশুকে দেখলেই কান্না জুড়ে দিতো। কিন্তু সোলাঙ্কিকে দেখলেই তাদের অন‍্য রূপ। তখন নানা মুখ ভঙ্গি করে অনেক কিছু বলতে চাইতো তারা।

করোনা পরিস্থিতিতে শিশুদের জন‍্য বিশেষ সুরক্ষার বন্দোবস্ত ছিল বলে জানান সোলাঙ্কি। যখন তখন যাওয়া যেত না তাদের কাছে। তবে অভিনেত্রীর কথায়, ছবিতে খুদেদের মা হওয়ার দায়িত্ব নিলেও বাস্তব জীবনে এখনি মা হওয়ার জন‍্য তৈরি নন সোলাঙ্কি। বাচ্চাদের বোঝার জন‍্য এখনো কিছুটা সময় দরকার বলে জানান সোলাঙ্কি।

Niranjana Nag

সম্পর্কিত খবর