শপিং মলের ভিতর নামাজ পাঠ! তার পাল্টা হনুমান চালিশা পড়ল বজরং দল, চাঞ্চল্য ভোপালে

বাংলাহান্ট ডেস্ক : ধর্মীয় কারণে ফের একবার উত্তেজনা সাক্ষী হল ভোপাল। শপিংমলের ভিতর নামাজ পাঠ করতে শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা। তার পাল্টা দিতে সেখানেই হনুমান চালিশা পাঠ শুরু করেন হিন্দুত্ববাদীরা। আর এই নিয়েই রীতিমত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হল ভোপালের একটি শপিংমলে। মাসখানেক আগে এমন একটি ঘটনা সামনে এসেছিল লখনৌয়ের লুলু মলে। সেখানেও নামাজ পাঠ ও হনুমান চালিশা পাঠ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

শপিংমল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার বিকাল তিনটে নাগাদ মলের কিছু কর্মী শপিংমলের ফায়ার এক্সিটে নামাজ পড়ছিলেন। সে সময় মলে ঢুকে পড়েন বজরং দলের কিছু কর্মী। সেখানে তারা এই ঘটনার ভিডিও করতে থাকেন। সেই হিন্দুত্ববাদী দলের কর্মীরা পাল্টা গাইতে থাকেন হনুমান চালিশা।
পরিস্থিতি বেশ উত্তেজনা পূর্ণ হলে সেখানে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ।

বিষয়টি নিয়ে বজরং দলের এক কর্মী বলেছেন, “ওই মলে দীর্ঘদিন ধরে নামাজ পড়া চলছে। আমরা জানিয়েছি ওখানে নামাজ পড়া হলে হনুমান চালিশাও পড়া হবে।” অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুই পক্ষের কেউই লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের তরফ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে দুই দলই বলেছে ভবিষ্যতে শপিংমলে ভেতর আর কোন ধর্মীয় কান্ড কারখানা করা হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশ জুড়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাকে কেন্দ্র করে গত শনিবার রীতিমতো আশঙ্কা প্রকাশ করে কেরল হাইকোর্ট। হাইকোর্টের বক্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় কাজকর্ম দেশে সুদূরপ্রসারী খারাপ ফল দিতে পারে। পরিস্থিতি বিপদজনক হতে পারে। আর কেরল হাইকোর্টের এই আশঙ্কার পরেই প্রকাশ্যে এলো ভোপালের ঘটনা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর