যোগী সুপার হিরো-অন্য রাজ্য থেকে বাড়ি পৌঁছে যোগী আদিত্যনাথের প্রশংসায় ছাত্ররা

করোনা পরিস্থিতি যেন সমগ্র বিশ্বে থাবা বসিয়েছে। আর এর মধ্যে করোনার ভয়ানক পরিস্থিতি যেন দিনে দিন মানুষের মধ্যে প্রকট হচ্ছে। ভারতেও আক্রান্ত করোনার সংখ্যা ৩৩ হাজার ৫০ এ পৌঁছেছে। দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৩২৫ জন রোগী সেরে উঠেছেন।

। আর এর প্রকোপ থেকে বাঁচার জন্য মানুষ এখন ঘরে বন্দী এমনকি সামাজিক দূরত্ব পালন করছে।আর এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে বেশ কিছু ছাত্র ছাত্রী ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এর কোচিং নেওয়ার জন্যে কোটা গেছিলেন কিন্তু লক ডাউনের কারণে তাড়াতাড়ি আর ফিরতে পারেনি। তবে এবার উত্তরপ্রদেশ সরকার তাদের কোটা থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তাদের মা বাবা পরিবারের লোকজনের কাছে আস্বস্ত করেছে ইউপি সরকার। গত মাসের বাইশ তারিখ থেকেই দেশে লক ডাউন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।

IMG 20200501 WA0021

আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততোই প্রকট হচ্ছে এই রোগ। তাই মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব কটা রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।তবুও আশা করা হচ্ছে কিছুটা হলেও সংক্রমণ কমবে।

এদের মধ্যে একজন গোন্ডার বাসিন্দা। তার নাম মোহাম্মদ শহীদ। তিনি কোটার আইআইটি জেইই-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, “আমরা সেখানে খাবারও পাইনি। আমরা পড়াশোনাও করতে পারিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন জনগণকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আমরা অনুভব করেছি যে আমরা একা নই, আমাদেরও খোঁজ করার মতো কেউ আছে।”

সম্পর্কিত খবর