‘গাফিলতিই প্রাণ কাড়ল বাবার’, ভারত জোড়ো যাত্রা নিয়ে বিস্ফোরক অভিযোগ মৃত কংগ্রেস সাংসদের ছেলের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত বছর আগস্ট মাস থেকে ভারত জোড়ো (Bharat Jodo) যাত্রায় সামিল হয়েছে জাতীয় কংগ্রেস (Congress)। ভারতের বিভিন্ন প্রান্তে দিকে দিকে ছড়িয়ে পড়েছে সেই পদযাত্রা। যখন সেই যাত্রা প্রায় শেষের পথে সেই সময়ই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ওই যাত্রায় অংশ নিয়েছিলেন জলন্ধরের কংগ্রেস সাংসদ (Congress MP) সন্তোখ সিং চৌধুরী (Santokh Singh Chowdhury)। কিন্তু সেই পদযাত্রায় গিয়েই প্রাণ হারান প্রবীণ কংগ্রেস নেতা। সেই মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরোতেই এবার বাবার মৃত্যুর প্রসঙ্গে মুখ খুললেন সাংসদের ছেলে বিক্রমজিৎ চৌধুরী।

ভারত জোড়ো যাত্রায় গিয়ে কংগ্রেস সাংসদের মৃত্যুর পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই নানা অভিযোগ উঠে আসছে রাজনীতির অন্দর থেকে। কংগ্রেসের অভিযোগ, সাংসদের মৃত্যুর জন্য দায়ী পাঞ্জাবের আপ সরকার। পাশাপাশি পাঞ্জাব কংগ্রেসের শীর্ষ নেতাদের দাবি, চিকিৎসার গাফিলতির জন্যই প্রাণ গিয়েছে প্রবীণ সাংসদের। এবার সেই একই অভিযোগ তুলেই বিস্ফোরক সন্তোখ সিং চৌধুরীর ছেলে তথা কংগ্রেস বিধায়ক বিক্রমজিৎ চৌধুরী।

বিক্রমজিৎ এর অভিযোগ, গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তাঁর বাবার। তিঁনি বলেন মাটিতে পড়ার সাথে সাথেই তাঁর বাবাকে হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুল্যান্সে তোলার সময়ও প্রাণ ছিল তাঁর। কিন্তু এরপর অ্যাম্বুল্যান্সের চিকিৎসকরা রোগীর আত্মীয়দের সরিয়ে দিয়ে বলেন,”আপনারা সরে যান, আমাদের কাজটা করতে দিন।” পাশাপাশি তাঁর অভিযোগ, অ্যাম্বুল্যান্সে চিকিৎসকরা তাঁর বাবাকে কোনওরকম প্রাথমিক চিকিৎসা দেননি, এরফলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কংগ্রেস সাংসদ।

কংগ্রেস বিধায়ক বিক্রমজিৎ চৌধুরী আরও জানান নিয়মত হেলথ চেকআপ এ থাকতেন তাঁর বাবা, হৃদরোগেরও পূর্ব রেকর্ড ছিল না। শুধুমাত্র নিয়মিত গাফিলতির জেরেই প্রাণ হারান তাঁর বাবা। প্রসঙ্গত, প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুর ঘটনায় ভারত জোড়ো যাত্রা একদিনের জন্য স্থগিত রেখে রবিবার ফের পূর্বের ন্যায় শুরু করা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর