বাংলাহান্ট ডেস্ক : আবারও দুর্ঘটনার কবলে পুরীর জগন্নাথ মন্দির। আবারও রক্তাক্ত হলো শতাব্দী প্রাচীন এই স্থাপত্য। পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতের ছেলেকে গুলি করে হত্য করে দুষ্কৃতীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা এসপি বিশাল সিং জানিয়েছেন হত্যার অভিযুক্তকে ধরা পড়েছে৷ হত্যার কারণ ব্যক্তিগত শত্রুতা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনায় ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা পুরীতে। পুরী চিরকালই পর্যটন প্রিয় এলাকা। এই ঘটনায় পর্যটকদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক।
বেশ কিছু দিন ধরেই একের পর এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ঐতিহ্য। ২০২০ সালে আচমকাই আগুন লেগে যায় জগন্নাথ মন্দিরের ধ্বজায়। আবার কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দিরে তাণ্ডব চালিয়ে শতাব্দী প্রাচীন মাটির উনুন ভেঙেছিল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মন্দিরের রন্ধনশালায় ছিল এই মাটির উনুন। ৪০টি মাটির উনুন ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। দ্বাদশ শতাব্দীতে তৈরি এই উনুনগুলি। পুরীর মন্দিরের রান্নাঘরের দক্ষিণ পূর্বে দিকে ছিল এই মাটির উনুন। প্রতিদিন প্রায় ২৪০টি উনুনে রান্না হয়ে থাকে। এর পর আরও একটি ঘটনা সামনে আসে। পুরী মন্দিরের মধ্যেই পাথর পড়ে আহত হন এক ব্যক্তি।
Odisha | Son of Puri priest shot dead in front of Jagannath Temple. "Prime accused has been detained. Prima facie personal enmity is the motive behind the murder. Probe on," said Puri SP Kanwar Vishal Singh pic.twitter.com/BLXYjISJPE
— ANI (@ANI) May 24, 2022
একের পর এক দুর্ঘটনায় প্রমাদ গুনছে দেশের আধ্যাত্মিক মহল। তাঁরা মনে করছেন এই দুর্ঘটনাগুলি কোনও বড় অঘটনেরই ইঙ্গিত দিচ্ছে। ষোড়শ শতাব্দীতে বৈষ্ণব সাধক অচ্যুতানন্দ দাসের লেখা ‘ভবিষ্যমালিকা’ গ্রন্থের লেখার সঙ্গে এই ঘটনাগুলি হুবহু মিলে যাচ্ছে বলেই দাবি তাঁদের।