মাথায় জল জমেছে মুকুলের! অবস্থার অবনতি? বাবার হেলথ আপডেট দিলেন পুত্র শুভ্রাংশু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতে হঠাৎই অসুস্থ তৃণমূল নেতা (TMC Leader) মুকুল রায় (Mukul Roy)। রবিবার রাতেই তড়িঘড়ি তৃণমূল নেতাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু স্নায়ুজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক।

পরিবার সূত্রে খবর, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মুকুলকে রায়কে। বাড়িও ফিরে আসেন কিন্তু পরে তার শারীরিক সমস্যা বাড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালেও একাধিকবার অসুস্থ হয়েছিলেন তিনি। সেই থেকে চিকিৎসকদের পরামর্শ মেনেই থাকতেন নেতা। মুকুল রায় হাসপাতালে ভর্তির পর থেকেই তার হেলথ আপডেটের উপর নজর রাখছে শাসকদল তৃণমূল।

বর্তমানে কেমন আছেন তিনি? জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় (Subhrangshu Roy)। সংবাদ মাধ্যমকে শুভ্রাংশু বলেন, “বাবার তো একটা দীর্ঘদিনের স্নায়ুজনিত সমস্যা রয়েছে। মাথায় মাঝে মধ্যেই জল জমে। এখনও তাই হয়েছে। মাথায় জল জমার জন্য শরীরের স্বাভাবিক ভারসাম্য রাখতেও সমস্যা হচ্ছে। এছাড়াও বাবা পার্কিনসন রোগে আক্রান্ত। ফলে সার্বিকভাবে শারীরিক অবস্থার অবণতি হয়েছে।”

শুভ্রাংশু আরও জানান আপাতত স্নায়ুরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসায় রয়েছেন মুকুল রায়। ছেলে বলেন, “আপাতত চিকিৎসকরা বাবাকে দেখছেন। আজ তারা কী রিপোর্ট দেন তার উপর নির্ভর করছে কবে তাকে ছাড়া হবে। হতে পারে আজকের দিনটা রেখে আগামীকালই ছেড়ে দেওয়া হতে পারে বাবাকে।” শুভ্রাংশুর সংযোজন, “বাবা সম্পূর্ণ সচেতন রয়েছেন। আমাদের সঙ্গে কথাও বলেছেন।”

mukul roy

জানিয়ে রাখি, শরীরে সুগারের সমস্যা রয়েছে নেতার। সেই সমস্যার জন্য ২০২২ সালে মাথায় ক্লট তৈরি হয়েছিল। ফলে নার্ভের সমস্যা দেখা যায়। তা সমাধানের জন্য অপারেশনের প্রয়োজন ছিল। কিন্তু বয়সের সমস্যার জন্য সেই অপারেশন আর করানো সম্ভব হয়নি। প্রসঙ্গত, এক সময় তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন মুকুল। তারপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও ফের পত্যাবর্তন করেন তৃণমূলে। তবে রাজনীতির ময়দানে খুব একটা সক্রিয় দেখা যায়না তাকে আর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X