দুবাইতে ফেঁসে যাওয়া বলিউড গায়ক সনু নিগমের পুরনো ট্যুইট ভাইরাল! উঠলো গ্রেফতারের দাবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড (Bollywood) সিঙ্গার সনু নিগম (Sonu Nigam) এখন অতটা শিরোনামে আসেন না। কিন্তু আজ হঠাত তিনি ট্যুইটারে ট্রেন্ড করছেন। উল্লেখ্য, করোনা ভাইরাস আর লকডাউনের কারণে সনু নিগম দুবাইতে (Dubai) আটকে রেওয়েছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সনু নিগমের গ্রেফতারির দাবি ওঠে। এখন হয়ত আপনি এটা ভাবছেন যে, সনু নিগম দুবাইতে কি এমন করল যে, ওনাকে গ্রেফতারের দাবি উঠেছে? তাহলে জানুন আসল ঘটনা …

সনু নিগম আজ থেকে প্রায় তিনবছর আগে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লাউডস্পীকার বাজানো নিয়ে আপত্তি জাহির করেছিলেন, কারণ আজানের আওয়াজে উনি অনেক সমস্যার সন্মুখিন হচ্ছিলেন বলে জানিয়েছিলেন তিনি। সনু নিগমের সেই তিন বছর আগের ট্যুইট শেয়ার করে এখন ওনাকে গ্রেফতারের দাবি করা হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, সনু নিগম কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, তিনি লকডাউনের কারণে দুবাইতে আটকে রয়েছেন। সনু সেখান থেকেই অনলাইন কনসার্ট করছেন।

এখন সনু নিগমকে নিয়ে ট্যুইটারে অনেক ঠাট্টা চলছে। কয়েকজন ইউজার সনুকে জিজ্ঞাসা করছেন যে, এখন সনু নিগম কি করে আজানের আওয়াজ সহ্য করছেন? শুধু তাই নয়, কেউ কেউ জিজ্ঞাসা করছেন যে, সনু নিগম এখন কোথায় আছে?

দুবাইতে ফেঁসে যাওয়ার পর সনু নিগমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাঙ্গামা শুরু হয়ে গেছে। আর এই কারণে সনু নিগম নিজের ট্যুইটার অ্যাকাউন্ট আপাতত বন্ধ করে রেখেছেন।

https://twitter.com/albinaali18/status/1252533561405476865

লাউডস্পীকারে আজান দেওয়ার কারণে সনু নিগমের ঘুম ভেঙে যেত, আর এরপরেই ২০১৭ সালে সনু নিগম ধার্মিক স্থল থেকে লাউডস্পীকার সরানোর দাবি জানায়। আর এটা নিয়ে সনু নিজের ট্যুইট অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ট্যুইটও করেছিলেন। আর এই কারণে সনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন পশ্চিমবঙ্গের এক ইমাম।

https://twitter.com/aftab_hazique/status/1252575360321048576

X