কাশ্মীরের সোপরে CRPF-র উপর জঙ্গি হামলা, দুই নাগরিক সহ দুই পুলিশকর্মীর মৃত্যু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের বারামুলা জেলার সোপরে জঙ্গিরা পুলিশ আর সিআরপিএফ-এর দুটি পেট্রোলিং পার্টির উপর হামলা করে দেয়। এই হামলায় দুজন নাগরিক প্রাণ হারিয়েছে। আর দুজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছে। এছাড়াও পুলিশের দুজন জওয়ান হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জঙ্গিদের ধরপাকড়ের জন্য এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

মৃত দুই নাগরিকের নাম মঞ্জুর আহমেদ আর বশীর আহমেদ বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, আহত দুই পুলিশকর্মী সহ একজন এসআই আর দুজন নাগরিককে শ্রীনগর রেফার করে দেওয়া হয়েছে। সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশের মতে, এই হামলা লস্করের জঙ্গিরা যুক্ত ছিল।

সম্পর্কিত খবর

X