বাংলাহান্ট ডেস্ক: জনাইয়ের ‘মিঠাই’ (Mithai), কোমরে শাড়ির আঁচল গুঁজে যে মনোহরা বিক্রি করে বেড়াত এক সময়ে। এখন অবশ্য সিদ্ধেশ্বর মোদকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সে। মোদক পরিবারের আদরের বউ মিঠাই। একা হাতে সবদিক সামলে রাখে। প্রথম প্রথম চালচুলোহীন অবস্থায় থাকলেও ননদদের পাল্লায় পড়ে এখন বেশ কেতাদুরস্ত মিঠাই।
একটি সিরিয়াল গত দেড় বছর ধরে গোটা বাংলার দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) নাম এখন ঘরে ঘরে। তবে বাস্তবে কিন্তু তিনি মিঠাইয়ের থেকে একেবারে উলটো। সৌমিতৃষা আধুনিকা। পাশ্চাত্য পোশাকে তাঁর জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়।
সাম্প্রতিক একটি ছবিতে সৌমিতৃষার দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন অবতারে। নীল দেওয়ালের সামনে আদ্যোপান্ত কালো পোশাকে মায়াবিনী সৌমিতৃষা। থাই হাই স্লিট স্কার্ট আর ক্রপ টপের মতো করে শার্ট পরেই বাজিমাত করেছেন তিনি। সঙ্গে পায়ে হাই হিল আর মানানসই গয়না।
কমেন্ট বক্স ভরে গিয়েছে হৃদয় আর আগুনের ইমোজিতে। কেউ বলছেন, ‘মার ডালা!’ আবার কেউ নাম দিয়েছেন ‘কালো পরী’। বন্ধুত্ব দিবসে অনুরাগীদের জন্য এভাবেই সারপ্রাইজ উপহার দিয়েছেন সৌমিতৃষা।
https://www.instagram.com/p/Cg9F60vBfEd/?igshid=YmMyMTA2M2Y=
এমনিতে ছবি আর শব্দের সঙ্গে খেলতে ভালবাসেন তিনি। কিছুদিন আগে একটি ছবি শেয়ার করেছিলেন যার ক্যাপশন নজর কেড়ে নিয়েছিল সক্কলের। হিন্দিতে কয়েক লাইন লিখেছেন তিনি, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘মুখের কথা তেতো হলেও মনটা পরিস্কার রাখি। কে পেছনে ছুরি মারছে সব খবর রাখি। কে কখন কোথায় বদলে গেল সবার হিসেব রাখি। আর হ্যাঁ, নিজের জিনিসও সামলে রাখতে জানি।’
নেটিজেনরা মুগ্ধ সৌমিতৃষার ছবি আর ক্যাপশন দেখে। একজন লিখেছেন, ‘ক্যাপশনটা পুরো ফাটিয়ে দিয়েছো!’ আরেকজন লিখেছেন, ‘রানি চিরকাল রানিই থাকে।’ অনেকেই লিখেছেন, এমনি থেকো চিরদিন। যদিও ক্যাপশনের তীরটা কার উদ্দেশে ছিল তা জানা যায়নি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা