আদৃত-কৌশাম্বীর মাঝে তিনিই কি তৃতীয় ব‍্যক্তি? অবশেষে মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: রোজ সন্ধ‍্যায় বসার ঘরে যাদের সঙ্গে দেখা হয়, তারা অজান্তেই যে কখন ঘরের মানুষ, নিজের মানুষ হয়ে ওঠেন তা বোঝাই যায়না। সিরিয়ালের (Bengali Serial) জগৎ আর বাস্তব জগৎ যে দুটো আলাদা বিষয়, তা বুঝেও বুঝতে চান না অনেকে। ফলতঃ অনুরাগীদের ভালবাসার অত‍্যাচার সহ‍্য করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। এই যেমন ‘মিঠাই’ (Mithai) ওরফে সৌমিতৃষা কুণ্ডুই (Soumitrisha Kundu) এখন এমন পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছেন।

এক সময়ের বাংলা সেরা সিরিয়াল হওয়ার দরুন এবং সিড মিঠাই সবথেকে জনপ্রিয় জুটি হওয়ার কারণেও সিরিয়ালের চরিত্রদের অফস্ক্রিন রসায়ন নিয়ে আগ্রহ বরাবরই বেশি দর্শকদের। তাই সম্প্রতি সিড মিঠাই অর্থাৎ আদৃত রায় (Adrit Roy) এবং সৌমিতৃষার মনোমালিন‍্য নজর এড়ায়নি কারোরই। দুজনের এই দূরত্বের কারণ হিসাবে উঠে এসেছে নন্দা অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর নাম।

IMG 20220528 192121 1
যদিও সুকৌশলে বিবাদের এড়িয়ে গিয়েছেন সৌমিতৃষা কৌশাম্বী দুজনেই, তবুও সন্দেহ যাচ্ছে না অনুরাগীদের। উপরন্তু সম্প্রতি গুঞ্জন ওঠে, সৌমিতৃষা নাকি বাস্তবেও ‘উচ্ছেবাবু’র প্রেমে পড়েছে। বিষয়টা নিয়ে জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুলেছেন সৌমিতৃষা।

সম্প্রতি সরাসরি বিষয়টা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। ত্রিকোণ প্রেমের গুঞ্জন সমূলে উচ্ছেদ করে তাঁর বক্তব‍্য, দুজন মানুষ সম্পর্কে আছেন কী নেই তাঁর মধ‍্যে তাঁর নামটা কীকরে এল তিনি সেটাই বুঝতে পারছেন না। অবশ‍্য শুধু তো আদৃত নয়‌। সৌমিতৃষার ‘বেস্ট ফ্রেন্ড’দেরও তাঁর প্রেমিকের তকমা দেওয়া হয়েছিল।

এসব বিতর্ক এখন আর ছুঁতেই পারে না মিঠাইকে। তাঁর স্পষ্ট কথা, নিজের কাছে ঠিক থাকাটাই আসল কথা। তিনি নিজে জানেন তিনি কী করছেন না করছেন। তাই কে কী বলল না বলল তাতে তাঁর কিছুই আসে যায় না। সৌমিতৃষার বক্তব‍্য, মানুষ মশলা মেশানোর মতো দুজনের মানুষের মধ‍্যে তৃতীয় ব‍্যক্তিকে টেনে আনেন।

IMG 20220604 153412
আদৃতকে তিনি জন্মদিনে শুভেচ্ছা জানাননি সোশ‍্যাল মিডিয়ায়। অথচ অন‍্য সহ অভিনেতা অভিনেত্রীদের ঠিকই জানিয়েছেন। বিষয়টা ভাল চোখে দেখেননি ‘সিধাই’ ভক্তরা। তাদের পালটা প্রশ্ন ছুঁড়েছেন মিঠাই রানী, বন্ধুদের তো অনেক সময়েই শুভেচ্ছা জানাতে ভুলে যান অনেকে। তার মানে বন্ধুত্ব শেষ হয়ে গেল? সমস‍্যা শুরু হল?

আর যদি সমস‍্যা হয়েই থাকে, এতদিন ধরে আদৃত সৌমিতৃষার বন্ধুত্ব দেখেছেন দর্শকরা। বন্ধুদের মাঝে কি ঝগড়া হয় না? প্রশ্ন করেছেন মিঠাই। সেই সঙ্গে তাঁর সংযোজন, সব সময় সোশ‍্যাল মিডিয়া দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো কখনোই উচিত নয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর