সৌরভকে কারখানার জন্য কোন জমিটা দিচ্ছে মমতা সরকার? তার ইতিহাস জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ এবার মেদিনীপুরে (Medinipur) ইস্পাত কারখানা (Steel Factory) তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনীতে জিন্দলদের থেকে ফেরত নেওয়া জমি ইস্পাত কারখানার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দিয়েছে রাজ্য সরকার। মহারাজ খোদ এই খবরে শীলমোহর দিয়েছেন। ওদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও মাদ্রিদ থেকে টুইট করে এই খুশির খবর দিয়েছেন রাজ্যবাসীকে।

প্রসঙ্গত, বাম জামানায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার জন্য ৪,৩৩৪ একর জমি জিন্দল গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। যদিও সেই কারখানা তৈরী নিয়ে বহু জলঘোলা হয়। পরে বাম সরকারের পর ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর জিন্দলদের একটা কারখানা উদ্বোধন করেন। যদিও তাদের যতটা জমি দেওয়া হয়েছিল তার সবটা ব্যবহার হয়নি। ১৫০০ একর জমি শিল্পের জন্য রাখে জিন্দল গোষ্ঠী। মুখ্যমন্ত্রী জানান যেই জমি দরকার হয়নি তা জিন্দল গোষ্ঠী ফেরত দিয়েছে। এবার জিন্দলদের ফেরত দেওয়া সেই জমিই শিল্প গড়ায় লক্ষ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছে রাজ্য।

আরও পড়ুন: ‘নারদায় সবাই গ্রেফতার হোক’, ‘কেউ বললেই তো আর ধরবে না’, অভিষেকের পাল্টা সৌগত

যদিও সূত্রের খবর, জিন্দলদের ফেরত দেওয়া ওই বিপুল পরিমাণ জমির সবটা সৌরভকে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। কারখানা গড়তে ঠিক যতটা জমি প্রয়োজন ততটাই দেওয়া হবে। এই মুহূর্তে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

spain sourav mamata

https://x.com/KunalGhoshAgain/status/1702684727109648793?s=20

আরও পড়ুন: বিরাম নেই! আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলা, একনজরে আবহাওয়ার খবর

কারখানা তৈরির প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অনেকদিন ধরেই কাজ চলছিল। মমতা দি, দ্বিবেদী স্যর সকলেই খুব প্রশংসা করেছেন। ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে যাবে। দু’টো প্লান্ট আরও আছে। একটা দুর্গাপুর আসানসোলে, আরেকটা পটনাতে। এটা মেদিনীপুরে হবে। নতুন প্রজন্ম, যুব সম্প্রদায়ের ওদের জন্যই বিনিয়োগ দরকার, বাংলায় বড় শিল্প আসা দরকার। আমার কাছে যুব সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। ”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর