ICC-র চেয়ারম্যান হওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি: কুমার সাঙ্গাকারা।

বাংলাহান্ট ডেস্ক: কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ দাবি করেছিলেন যে আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এবার গ্রেম স্মিথের সুরে সুর মিলিয়ে সৌরভ গাঙ্গুলীকেই আইসিসির চেয়ারম্যান হওয়ার যোগ্য বলে দাবি করলেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

গ্রেম স্মিথের মতোই সাঙ্গাকারাও চাইছেন আইসিসির শীর্ষে বসুক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সাঙ্গাকারা বলেছেন, আমি সৌরভ গাঙ্গুলীর মস্ত বড় ফ্যান। শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই নয় ক্রিকেট প্রশাসক হিসেবেও সৌরভ গাঙ্গুলীর যথেষ্ট ভালো মস্তিষ্ক রয়েছে। আর এই কারণেই আমার মনে হয় আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলীর বসা উচিত। তাহলে ক্রিকেটের আরও উন্নতি ঘটবে। কারণ সাঙ্গাকারা মনে করেন সৌরভ গাঙ্গুলিই একমাত্র ব্যক্তি যিনি পরিবর্তন আনতে জানেন।

142554121bce147fbdca484845aa4d5b3280133341e091a49ebd66747c95d86b888a6f93a

সাঙ্গাকারা বলেছেন সৌরভ গঙ্গুলির আইসিসির চেয়ারম্যান পদে বসার কারণ ক্রিকেটের প্রধান বিষয়বস্তু হল সমর্থক এবং গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা দর্শক। আর সৌরভ গাঙ্গুলি এমন একজন ব্যক্তিত্ব যিনি এই দুইয়ের মিলন ঘটাতে পারেন। সাঙ্গাকারা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে আমি দাদার কাজ দেখছি। দাদা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিতে পারেন। এছাড়াও বিশ্বের সমস্ত ক্রিকেট খেলুড়ে দেশগুলির সঙ্গে দাদার ভালো সম্পর্ক রয়েছে। সেই কারণেই সাঙ্গাকারা মনে করেন সৌরভ গাঙ্গুলি আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি।


Udayan Biswas

সম্পর্কিত খবর