কবে হচ্ছে বিয়েটা? ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ ফাঁস করলেন দেব-রুক্মিনীর হাঁড়ির খবর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি সিজনে ‘দাদাগিরি’তে (Dadagiri) তারকা স্পেশ‍্যাল পর্ব একটু বেশিই হয়েছে অন‍্য বারের তুলনায়। এই সিজনেই একাধিক বার সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) শো তে এসেছেন দেব (Dev)। নিজের দু দুটি ছবির প্রচার করার জন‍্য। প্রথমে ‘টনিক’ আর তারপর সম্প্রতি ‘কিশমিশ’ ছবির প্রচারে এসেছিলেন তিনি। এবারে সঙ্গিনী হয়েছিলেন রুক্মিনী মৈত্রও (Rukmini Moitra)।

দাদাগিরিতে আসলেই নিজ উদ‍্যোগে তারকাদের হাঁড়ির খবর ফাঁস করে দেন সৌরভ। এই পর্বেও দেব রুক্মিনীর জন‍্য প্রশ্ন তৈরি করে রেখেছিলেন তিনি। সুযোগ পেয়েই সটান প্রশ্ন, “বিয়ের কার্ডটা কবে হাতে পাব?” প্রথমে একটু থমকালেও দেব বলে ওঠেন, “আমাদের দুজনকেই তো সবাই চেনে দাদা। কে আমাদের বিয়ে করবে?”


সঙ্গে সঙ্গে সৌরভেরও পালটা উত্তর, অন‍্যকে তো নয়। একে অপরকে বিয়ে করতে হবে দেব রুক্মিনীকে। কিন্তু তাও অভিনেতার বক্তব‍্য, এই তো বেশ ভাল আছেন। আবার বিয়ে করে খরচ বাড়ানোর কী দরকার? কিন্তু ‘অভিজ্ঞ’ দাদার মতে, বিয়ে করলেই বরং খরচটা কমে। প্রেমিকার মন পাওয়ার জন‍্য খরচ করতেই হয়‌। কিন্তু বিয়ে হয়ে গেলে আর সে ঝামেলা নেই।

দেব রুক্মিনীর কী বক্তব‍্য এ বিষয়ে? অভিনেতা মজা করে বলেন, এখন যেমন সবাই জিজ্ঞাসা করছেন বিয়েটা কবে? আর এক বছর পরেই এই প্রশ্নটা বদলে যাবে। তখন সবার অবাক প্রশ্ন হবে, দেব এখনো বিবাহিত!


আসলে বিনোদন দুনিয়ায় এখন ভাঙনের পর্ব চলছে। একের পর এক জুটির সম্পর্ক, সংসার ভাঙার খবর উঠে আসছে সংবাদ শিরোনামে। বলিউড থেকে টলিউড কিংবা সুদূর দক্ষিণ, চিত্রটা কোথাওই ব‍্যতিক্রম নয়। সেখানে দাঁড়িয়ে একে অপরের প্রতি সম্মান বজায় রেখে বন্ধুত্ব ধরে রাখাটাই বড় ব‍্যাপার। রুক্মিনীর সঙ্গে এই সম্পর্কটা ভাঙতে চান না দেব।

অভিনেত্রীর অবশ‍্য অন‍্য মত। তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করেন। পরিবারের অনেকেরই প্রেমের বিয়ে এবং সুখের সংসার। তবে তার মানে এই নয় যে, না চাইলেও কারোর ঘাড়ে জোর করে বিয়ের দায়িত্ব চাপিয়ে দেবেন তিনি।

সম্পর্কিত খবর

X