সৌরভ সাক্ষাতেই মিলল উপায়, মহমেডান স্পোর্টিং ক্লাবের পাশে দাঁড়াল শ্রাচী গ্রুপ

গত মে মাসে আই লিগে চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। আর তারপরেই ইন্ডিয়ান সুপার লিগে নাম তোলে এই দল। এই জন্যে সমর্থকদের মধ্যে ঠিক যতটা আনন্দ ছিল, ঠিক ততটাই ছিল ভয়ও। ভারতের অন্যতম বড় খেলাগুলির মধ্যে পড়ে ISL লিগটি। এই লিগে প্রতিযোগিতা করতেও লাগে অনেক টাকা। বড় ক্লাবগুলির সামনে নিজেদের দমদার বানাতে ছোট ক্লাবগুলিকে সাহায্য করে স্পন্সররা।

তাই এই দুশ্চিন্তা প্রথম থেকে মাথায় ঘুরছিল তাঁদের। এমন সময় সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হন তাঁরা। তিনি জানিয়েছিলেন ব্যবস্থা করে দেবেন। জার্মানির একাধিক কোম্পানিকে ফোনও করেন তিনি। এবার সেই চাপ কাটল। একটি বড় কোম্পানি স্পন্সর করতে রাজী হয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan Sporting Club)। তাই এবার আশা করা যাচ্ছে আসন্ন ISL লিগটিতে দেখা মিলবে কলকাতার তিন বড় ক্লাবের। মাঠে নামবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও। সঙ্গে থাকবে কলকাতার নতুন টিম মহমেডান স্পোর্টিং ক্লাব।

Mohammedan Sporting Club

আগামী দুই মরশুমে জন্য মহমেডান স্পোর্টিং ক্লাবটির (Mohammedan Sporting Club) সমস্ত স্পন্সরের দ্বায়িত্ব সামলাচ্ছে শ্রাচী গ্রুপ

গত মরশুমে ইস্টবেঙ্গল দারুন পারফর্ম করেছিল। অন্যদিকে, মোহনবাগান তো ধীরে ধীরে নিজের জয়ের রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে। তাই আশা করা যাচ্ছে এই ক্লাবও বেশ ভালোই পারফরম্যান্স করবে। এই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই মরশুমে জন্য ক্লাবটির সমস্ত স্পন্সরের দ্বায়িত্ব সামলাচ্ছে শ্রাচী গ্রুপ। জানা গিয়েছে, মোট ৩৫ কোটি টাকা করে প্রত্যেক মরশুমে ক্লাবটিকে দেবেন শ্রাচী গ্রুপ।

শ্রাচী গ্রুপ বর্তমানে ইস্টবেঙ্গলকেও স্পন্সর করছে। এছাড়াও মহমেডানের আরও এক স্পন্সর রয়েছে। তার নাম বাঙ্কারহিল। সব মিলিয়ে ফাটাফাটি হতে চলেছে আসন্ন ISL। এমনটাই মনে করছেন অনুরাগীরা। এবারের ISL- এ দেখা মিলতে চলেছে কলকাতার তিন বড় দল মহমেডান স্পোর্টিং ক্লাব, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এবার এই দলের দাপট দেখতে চাইছে ফুটবল প্রেমীরা।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর