বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু তার মন থেকে ভারতীয় ক্রিকেটকে সরানো যাবে না। সেই প্রমাণ আরো একবার দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সদ্য তাকে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে অপসারিত হতে হয়েছে। তার জায়গায় নতুন সভাপতি হয়ে এসেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি বোলার রজার বিনি। কিন্তু সৌরভের মন এখনো পড়ে রয়েছে রোহিত শর্মাদের সাথে।
সদ্য একটি সাক্ষাৎকারে ভারতীয় দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ প্রসঙ্গে মন্তব্য করেছেন সৌরভ। তার মতে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা এইবারের অভিযানে কোন রকম প্রভাব ফেলবে না। তিনি বলেছেন, “যা অতীত, সেটা নিয়ে আর ভাবার কোনও মানে হয় না। এতে কোনও সন্দেহ নেই যে ভারত এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই নামছে। এবারের লড়াইটা আগেরবারের থেকে অন্যরকম।”
তিনি আরো জানিয়েছেন যে টি-টোয়েন্টি ফরম্যাট এখনও ক্রিকেটের সবচেয়ে ধন্দময় ফরম্যাট। এখানে একটি নির্দিষ্ট দিনে অনেক দুর্বল একটি দল তার চেয়ে অনেক শক্তিশালী একটি দলকে হারিয়ে দিতে পারে। চলতি টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই যে ক’টি অঘটন ঘটেছে সেগুলোর কথাও মনে করিয়ে দিয়েছেন প্রিন্স অফ কলকাতা।
কোন কোন দল সেমিফাইনালে উঠবে সেই নিয়েও নিজের বক্তব্য রেখেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তিনি মনে করেন ভারতের গ্রুপ থেকে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে উঠবে এবং অপর গ্রুপ থেকে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ হারলেও তারাই ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে পৌঁছাবে।
ভারতীয় দল অনেক বেশী ব্যালান্সড বলে সৌরভ মনে করেন। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ওপর কেন তিনি সেমিফাইনালে ওঠার বাজি ধরছেন সেই কারণটাও স্পষ্ট করে দিয়েছেন সৌরভ। আর মতে প্রোটিয়াদের বোলিং লাইন আপ অত্যন্ত সুদৃঢ়, যা অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য পেতে খুব প্রয়োজনীয়। এখন এটাই দেখার যে তার ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা।