ভারতীয় দলে কে নিতে চলেছেন ধোনির জায়গা? বিশ্বকাপের আগে বড় রহস্য ফাঁস করলেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর বাকি মাত্র ৪৫ দিন। তারপর ভারতের মাটিতে আরম্ভ হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। ১২ বছর পর বিসিসিআই (BCCI) এই ফরম্যাটে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। সেই মুহূর্তটি স্মরণীয় করে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভারতীয় দল (Indian Cricket Team) যাতে সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে সেই ব্যাপারটা ও নিশ্চিত করতে হবে তাদের। সেই লক্ষ্যে ২১ তারিখেই বৈঠকে বসছেন জয় শাহ, অজিত আগারকার, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়।

উইকেটরক্ষক কে?
ভারতের কাছে একটা বড় সমস্যা হল উইকেটরক্ষক কে হবে? যাকে এই দায়িত্ব দেওয়া হবে তিনি মহেন্দ্র সিংহ ধোনির জুতোতে পা গলাতে চলেছেন। ২০১১ সালে ভারত যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তখন অধিনায়কত্বের পাশাপাশি উইকেট রক্ষণের দায়িত্ব ছিল ধোনির ওপর। এবার সেই দায়িত্বটা কে পালন করতে পারবেন সেই নিয়ে নিজের মত প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

   

সৌরভের পরামর্শ:
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জানিয়েছেন যে আসন্ন বিশ্বকাপে ভারতের উইকেট রক্ষণের দায়িত্বটি পালন করতে পারেন ঈশান কিষাণ। কিন্তু তাকে খেলানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা হল যে তিনি মিডল অর্ডার ব‍্যাটার নন। তাকে যদি দলে রাখতে হয় তাহলে টপ অর্ডার থেকে কাউকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে শুভমান গিলের দলে জায়গা পাওয়া নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে।

আরও পড়ুন: ধোনি, কোহলিও পারেননি অধিনায়ক হয়ে, এমনই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বুমরা! বার্তা দিলেন BCCI-কে

big ishan

ঈশান কেন এগিয়ে?
এই মুহূর্তে অবশ্য গিল ভালো ছন্দে নেই আর ঈশান শেষ ওডিআই সিরিজে তিন ম্যাচের তিনটিতেই অর্ধশতরান করেছেন। সম্ভবত সেই সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখেই সৌরভ বলেছেন, “ঈশান কিষাণকে দলে নিলে বিপক্ষ বোলারদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা সম্ভব।”

আরও পড়ুন: কোহলিকে উপদেশ দিতে এসেছিলেন শোয়েব আখতার! পাল্টা দিয়ে চুপ করালেন সৌরভ

বাকি বিকল্প:
সৌরভ জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে ভারতের শ্রেষ্ঠ উইকেট কিপার ছিলেন রিশভ পন্থ। তিনি যেহেতু চোটের জন্য মাঠে নামতে পারছেন না তাই তার কথা ভেবে লাভ নেই। লোকেশ রাহুল ব্যাটিংয়ের জন্য সুস্থ হয়ে উঠলেও কিপিং করতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এমন অবস্থায় ঈশান কিশান সবচেয়ে ভালো বিকল্প হতে পারে ভারতীয় দলের ক্ষেত্রে বলে মনে করছেন সৌরভ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর