বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ঘটেছে অপেক্ষার অবসান! গত সপ্তাহেই বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ২০২৩-এর (ODI World Cup 2023) সময়সূচী প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ৪৬ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আরম্ভ হবে ৫ই অক্টোবর, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে শেষ সংস্করণের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে আরম্ভ হবে টুর্নামেন্টটি।
৮ ই অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান আরম্ভ করবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের বদলা নিতে মুখিয়ে থাকবেন কোহলিরা। ১৫ ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ১১ই নভেম্বর ব্যাঙ্গালোরে কোন এক যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত।
বেশিরভাগই ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপেক্ষা করছেন যেটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে। উপমহাদেশের উইকেটে পাকিস্তান যে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এই ব্যাপারে অনেকেই একমত। কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই ম্যাচে তিনি ভারতকেই ফেভারিট মানছেন। তার মতে ভারতের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ পেশ করবে স্টিভ স্মিথ, মিচেল স্টার্কের মতো ক্রিকেটারে সমৃদ্ধ অস্ট্রেলিয়া।
সৌরভ মনে করছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ভারতের ম্যাচটি চেন্নাইয়ে আয়োজিত করে নিজেদের পায়ে কুড়ুল মেরেছে বিসিসিআই। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে ভারতের মাটি থেকে জিতে ফিরেছিল এবং সেখানে তৃতীয় ম্যাচে চেন্নাইয়ে দাপট দেখিয়ে তারা উড়িয়ে দিয়েছিল ভারতকে। বাকি “SENA” দেশগুলোর মতো অস্ট্রেলিয়ার স্পিনের বিরুদ্ধে দুর্বলতা নেই। তার পাশাপাশি তাদের হাতে রয়েছে অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগারের মতো দুর্দান্ত কিছু স্পিনার যারা চেন্নাইয়ের পিন বান্ধব পিচের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে বেকায়দায় ফেলতে পারে।
সৌরভ নিজে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষদের বিরুদ্ধে দলে একজন রিস্ট স্পিনারকে খেলানোর পরামর্শ দিয়েছেন। এই ব্যাপারে তার প্রথম পছন্দ তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচেন যদি ভারতকে দ্বিতীয় ইনিংসে বল করতে হয় তাহলে অনেক বেশি সুবিধা পাবেন চাহাল।