রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর এই স্টেডিয়াম যেহেতু রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ঘরের মাঠ তাই এই মাঠ সম্বন্ধে খুঁটিনাটি বিরাট কোহলির থেকে বেশি হয়তো আর কেউ জানেন না। আর তার প্রমান বহুবার পাওয়া গিয়েছে। এইদিন টসে জেতার পরে বিরাট কোহলি বলেছিলেন যে এই মাটটি চেস করার জন্য অত্যন্ত সুবিধাজনক কিন্তু যেহেতু পরের বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দল ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে তাই বিরাট কোহলি টসে জিতেও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট পুরো টিমকে দেখে নিতে চাইছে যে কোন পরিস্থিতি কেমন ভাবে চাপ নিতে পারে।
সিরিজের শেষ ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার দুই দলের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ একদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করার চেষ্টা করছিল ভারতীয় দল। অপরদিকে সিরিজে সমতা ফেরানোর জন্য এই ম্যাচ জিততে মরিয়া হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।
তবে টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং করার সিদ্ধান্ত নিল এদিন কাজে আসেনি। অর্থাৎ শুরুতেই ভারতের ব্যাটিং বিপর্যয় নেমে আসে ভারতের। ওপেনার রোহিত শর্মা শুরুতেই মাত্র 9 রান করে ফিরে যান প্যাভেলিয়নে। তারপর বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান একটা পার্টনারশিপ করার চেষ্টা করলেও খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তারা। অধিনায়ক বিরাট কোহলি যার উপর নির্ভর করে থাকে ভারতীয় ব্যাটিং তিনিও মাত্র 9 রান করে ফিরে যান ড্রেসিংরুমে। অপর ওপেনার ধাওয়ান কিছুটা লড়াই করতে চেষ্টা করলেও মাত্র 36 রান করে ফিরতে হল তাকে।
তারপর ভারতের দুই তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার ক্রিজে নামেন কিন্তু এই দিনও ব্যর্থ হন ঋষভ পন্থ আর তার কিছুক্ষণ পরেই আউট হয়ে ফিরে যান শ্রেয়স আইয়ার। পরে জাদেজা এবং হার্দিক পান্ডিয়া কিছুটা রান করার চেষ্টা করলেও দেড়শোরানের গণ্ডি পার করতে পারেনি ভারতীয় দল। 134 রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
আর এই ছোট রানের টার্গেট চেস করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক দেখা যায় প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক এবং ওপেনার রেজা হেন্ড্রিক্সকে। তারা দুজনে শুরুটা খুব ভালো করেন এবং খুব সুন্দর একটা পার্টনারশিপ গড়ে তোলেন কিছুক্ষণ পর রেজা হেন্ড্রিক্স আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গেলেও প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি’ কক বড় রান করে এই ম্যাচ ভারতের থেকে অনেক দূরে নিয়ে যায়। এবং 9 উইকেটে এই ম্যাচ জয়লাভ করে ভারতীয় দল।