বাংলা হান্ট ডেস্ক : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে ফের একবার দুর্যোগের ইঙ্গিত (Heavy Rainfall Alert)। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং দু’টি মৌসুমি অক্ষরেখার সংযোগে আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Office) স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্তত আটটি জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি যেসব জেলায়
আজ যে আটটি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। আবহবিদদের মতে, এই সমস্ত এলাকাগুলিতে স্থানীয় জলস্ফীতি ও বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগ বাড়ছে
ঘূর্ণাবর্তের উৎসস্থল একটি দক্ষিণবঙ্গে, অন্যটি উত্তর ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিশগড় অতিক্রম করে বাংলার দিকেই ধাবিত। এই দুটি মৌসুমি অক্ষরেখা একত্রে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে। এর ফলেই রাজ্যের উপর তৈরি হচ্ছে এক অস্বাভাবিক আর্দ্র পরিবেশ, যা ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।
রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি সম্ভাব্য
আবহাওয়াবিদদের মতে, শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকলেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে। যদিও ছ’টি জেলায়—পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আজই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আরও পড়ুন : ১২ শতাংশ পর্যন্ত বাড়বে রিচার্জ প্ল্যানের দাম! Jio-Airtel-Vi গ্রাহকদের ফের টান পড়বে পকেটে
উত্তরবঙ্গে আপাতত স্বস্তি, তবে…
উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ, বাসিন্দারা আবহাওয়ার আপডেট নিয়মিত দেখে চলুন। রাজ্যের বিস্তীর্ণ অংশে আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।