বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার থেকে আমূল বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। গতকাল দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলায় সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। সকাল থেকে রাত অবধি চলেছে বর্ষণ। শুক্রেও সেই আবহাওয়ায় বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। আজও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ হতে পারে তিনটি জেলায় (Weather Update)।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
বৃহস্পতিবার যেমন বৃষ্টি হয়েছে, শুক্রবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ রাজ্যের জেলাগুলিতে গতকালের মতো বৃষ্টির পূর্বাভাস নেই। গতকাল দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আজ শুধুমাত্র পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি সহ ১২টি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rainfall Alert) হতে পারে। তিলোত্তমার তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে খবর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুনঃ সুখের সংসারে আগুন? ১ মাসে ঘর ভাঙছে টলিপাড়ার এই ৫ তারকাজুটির? তুমুল শোরগোল!
সপ্তাহান্তে দক্ষিণ বঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্র এক চিত্র দেখা যাবে বলে খবর।
সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বর্ষণের পরিমাণ খানিকটা বাড়বে (South Bengal Weather)। সোমবার থেকে বুধবার অবধি দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
তবে এদিনের জন্য মৎসজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে ৪০-৫০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই ফুঁসতে পারে সমুদ্র। এমতাবস্থায় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই