শুক্রে কোন কোন জেলায় চলবে বৃষ্টির দাপট? আগামীকালকের আবহাওয়ার আগাম খবর জানুন

Published on:

Published on:

South Bengal Weather report tomorrow 1august 2025

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনের মত আজ বৃহস্পতিবার, সকাল থেকেই ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজকের মত আগামীকাল অর্থাৎ শুক্রবারেও দক্ষিণবঙ্গজুড়ে (South Bengal Weather) বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলবে। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষন ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া । South Bengal Weather

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জেলাতেই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির দফায় দফায় দেখা মিলবে। কিছু কিছু জায়গায় সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি শুরু হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া । North Bengal Weather

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামীকাল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনও রকম আলাদা সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather)  পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেখানে পাহাড়ি এলাকায় বৃষ্টির দাপট বেশি থাকবে।

South Bengal Weather report tomorrow 1august 2025

আরও পড়ুনঃ এবছর পুজো কমিটি গুলির জন্য কত টাকা অনুদান ধার্য করেছেন মুখ্যমন্ত্রী? জানুন আজকের বড় খবর

কবে থেকে কমবে দুর্যোগ?

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমবে। তখন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বেশ কিছু জেলায়। তবে বড়সড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।