৫০০ টাকা বেতন থেকে মাসে এক কোটি আয়! আম্বানিকেও হার মানাবে সাউথ স্টার বিজয়ের সম্পত্তি

বাংলা হান্ট ডেস্ক : এইমুহুর্তে সাউথ ইন্ডাস্ট্রির হাইপেইড তারকাদের মধ্যে অন্যতম একজন হলেন বিজয় দেবরাকোন্ডা। ধর্মা প্রোডাকশনের ‘লাইগার’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ-ও করেছেন তিনি। ছবিটি নিয়ে জল্পনা তল্পনা তুঙ্গে থাকলেও দর্শক টানতে সক্ষম হয়নি ছবিটি। তবে দক্ষিণী দুনিয়ায় তার সুনাম আজও বজায় রয়েছে। পাশাপাশি অভিনেতার ব্যবসাও চলছে রমরমিয়ে।

সাল ২০১১ তে ‘নুভভিলা’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন বিজয়। আকর্ষণীয় চেহারা আর দক্ষ অভিনয়ের মাধ্যমে খুব সহজেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেও গেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার ফ্যান ফলোয়িং নেহাত কম নয়। আজকের দিনে তার বিলাসবহুল জীবন হার মানাবে দেশের তাবড় তাবড় শিল্পপতিদেরও।

তবে একথা খুব কম মানুষই জানেন যে বিজয় দেবরাকোন্ডার প্রথম বেতন ছিল মাত্র ৫০০ টাকা। একবার একটি সাক্ষাৎকারে, বিজয় জানান অভিনয়ের আগে তিনি একজন টিউশন শিক্ষক ছিলেন। আর সেখানে তিনি ৫০০ টাকা বেতন পেতেন। যদিও এখন একটা ছবির জন্য তিনি ৩৫ কোটি অবধি ডিমান্ড করতে পারেন। বর্তমানে বিজয়ের সম্পতির খতিয়ান শুনলে লজ্জা পাবে যে কোনও বড় শিল্পপতিও।

বাড়ি : হায়দরাবাদের জুবলি হিলে ১৫ কোটি মূল্যের এক বিলাসবহুল বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করেন পর্দার অর্জুন রেড্ডি। সূত্রের খবর বাড়িটি কেনার সময় তার দাম ছিলো মাত্র ৫০ লক্ষ টাকা। তবে এইমুহুর্তে সেই বাড়ির দাম প্রায় ১৫ কোটি অতিক্রম করেছে।

vijay devarakonda 001(1)

গাড়ি : এছাড়াও বিজয়ের বিরাট গাড়ির শখ রয়েছে। এই মুহূর্তে একাধিক বিলাসবহুল গাড়ি তার গ্যারাজের শোভাবর্ধন করছে। যার মধ্যে রয়েছে ৬৯ লাখের BMW ৫ সিরিজের কার এবং লক্ষাধিক টাকার ফোর্ড মুস্টান। আরও রয়েছে একটি 5-সিটার 4-সিলিন্ডার মার্সিডিজ বেঞ্জ জিএলসি, যার দাম ৬৮ লক্ষ টাকা এবং একটি ভলভো XC90 এসইউভি, যার দাম ১.৩১ কোটি টাকা। তাছাড়া একটি ল্যান্ড রোভার রেঞ্জ রোভারেরও মালিক তিনি।

vijay car

পোশাক ব্র্যান্ড : ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও দারুন সচেতন তিনি। ২০১৮ সালে নিজস্ব ব্র্যান্ড ‘রাউডি ক্লাব’-এর প্রতিষ্ঠা করেন বিজয়। এমনকি তার পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে।

mainvd

প্রাইভেট জেট : অত্যন্ত ধনী ব্যক্তি ছাড়া প্রাইভেট জেট এফর্ট করা অসম্ভব। বিজয়ের কাছে রয়েছে এমনই একটা বিলাসবহুল প্রাইভেট জেট। তাহলেই ভাবুন তিনি কতটা ধনী। এই জেটে চেপে পরিবার নিয়ে মাঝেমাঝেই ঘুরতে বেরিয়ে পড়েন বিজয়।

vijay deverakonda

জুতো : বিজয় দেবরাকোন্ডার আরো একটা বিশেষ শখ হলো জুতো। জুতো নিয়ে দারুণ শৌখিন তিনি। গুচির লেদারের জুতো তার বড্ডো প্রিয়। তার এই জুতোর দাম প্রায় ৪৫ লক্ষ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, তার আনুমানিক সম্পদ প্রায় $৮ মিলিয়ন অর্থাৎ ৬৫ কোটি টাকার সমান।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর