পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি-তে মোদী সরকারকে একহাত নিয়েছে দেশের বিরোধী দলগুলি। এবার পেট্রোপণ্যের মহার্ঘ্য নিয়ে বিজেপির প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে পুরনো নির্বাচনী পোস্টারের লাগল সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
বুধবার গভীর রাতে আইপি সিং নরেন্দ্র মোদীর পুরনো স্লোগান ভরা ব্যানার লখনউ একাধিক এলাকায় লাগিয়ে দেন। এমনকি সেই ব্যানার তিনি সোশ্যাল মিডিয়ায়তেও শেয়ার করেন। সঙ্গে তিনি মোদীজির পুরনো পতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে এই ব্যানার দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
খবর পেয়ে রাতেই, পুলিশের তরফে সেই সব পোস্টার সরিয়ে ফেলা হয়। পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে লখনউ-র পাশাপাশি হজরতগঞ্জ থেকে লোহিয়া পথের ধারে লাগানো সেই সব পোস্টার সরিয়ে ফেলে।
উল্লেখ্য, আইপি সিং ২০১৯ সালের আগে পর্যন্ত বিজেপিতেই ছিলেন। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে আজমগড়ে অখিলেশ যাদবের প্রতিদ্বন্দ্বীতার প্রশংসা করেন। এরপরই উনাকে তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিতে দেখা যায়। তারপর থেকেই তিনি গেরুয়া শিবিরকে একাধিক বিষয়ে একেরপর এক ইস্যুতে কটাক্ষ করে আসছেন।