এবার করোনার কালো ছায়া স্পেন ফুটবলে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার তথা বার্সেলোনার প্রাপ্তন তারকা জাভি হার্নান্দেজ। করোনায় আক্রান্ত হওয়ার পর এই মুহূর্তে নিজেকে আইসোলেশনে রেখেছেন জাভি।
বর্তমানে কাতার ফুটবল দল আল সাদ এর কোচিং করান জাবি হার্নান্দেজ। জাভি হার্নান্দেজ টুইট করে নিজের করোনা আক্রান্তের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন ‘কাতার স্টার্স লীগের প্রটোকল অনুযায়ী আমার সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সৌভাগ্যক্রমে আমি এই মুহূর্তে ভালো আছি। তবে আমি যতদিন না পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠছি ততদিন নিজেকে আইসোলেশনেই রাখবো। সুস্থ হওয়ার পর স্বাস্থ্য বিভাগের সমস্ত নির্দেশ মেনে আমি ফের দৈনন্দিন জীবনে ফিরতে চাই।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে আল সাদ এর পরবর্তী ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন না জাভি হার্নান্দেজ। তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি আল সাদ এর কোচিং করালেও নিজের পুরোনো ক্লাব বার্সেলোনার ম্যানেজার হতে চান। জানুয়ারি মাসেই জাভির সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা কিন্তু সেই সময় তিনি রাজি হননি। জানা গিয়েছে বার্সেলোনার নির্বাচনের পরেই তিনি ফিরবেন নিজের পুরনো ক্লাবে।