শ্রবণশক্তিহীন ‘বোবা’ ঈশিতা এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী! হার না মানা লড়াই চোখে জল এনে দেবে

বাংলাহান্ট ডেস্ক : পরিশ্রম ও জেদ একজন মানুষকে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ায়। নিজের প্রতি বিশ্বাস থাকলে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়। কাঁথির ঈশিতা মন্ডল সেই কথাই ফের একবার প্রমাণ করলেন। ছোটবেলা থেকে একাধিক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবুও মনের জোর ও অধ্যাবস্যাকে সঙ্গী করে আজ তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

ঈশিতা মন্ডল ছোট থেকেই মূক এবং বধির। জন্ম থেকেই কানে শুনতে পান না তিনি, বলতে পারেন না কথা। এই ধরনের প্রবল শারীরিক সমস্যাকে সাথে নিয়েই চালিয়ে গিয়েছেন লড়াই। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এখন তুঙ্গে তার। ঈশিতা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বাসিন্দা।

আরোও পড়ুন : মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক! ফের ফাঁস প্রশ্নপত্রের ছবি, বাতিল মূলচক্রীর পরীক্ষা

এ বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন। কাঁথি পুরসভায় অস্থায়ী কর্মী তার বাবা। মা গৃহবধূ। ছোটবেলা থেকেই শারীরিক লড়াই যেমন ছিল, তার সাথে ছিল দারিদ্রতার সাথে লড়াই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে পড়াশোনা শুরু ঈশিতার। পঞ্চম শ্রেণীতে তিনি ভর্তি হন চন্দ্রমনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে। সাধারণ পরিবেশেই অন্য ছাত্র-ছাত্রীদের সাথে সেখানে পড়াশোনা করেছেন তিনি।

1 68 16466365183x2

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এখন তুঙ্গে ঈশিতার। শেষ মুহূর্তের জন্য সমগ্র মন উজাড় করে দিয়ে পড়াশোনা করছেন তিনি। অত্যন্ত মেধাবী এই ছাত্রীর লক্ষ্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা। আগামী দিনে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। ঈশিতার মানসিক শক্তি বহু মানুষকে অনুপ্রেরণা যোগায়। শূন্য থেকে শুরু করা ঈশিতা আজ গুটিগুটি পায় অগ্রসর হয়েছেন অনেকটা। তার আগামী দিনের সফলতার কামনা করি আমরাও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর