বিয়ের উপর এখনো ভরসা ওঠেনি, ভালবাসায় এখনো বিশ্বাস করি: শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে মুখরোচক গসিপের কেন্দ্রে রয়েছেন তিনি। তৃতীয় বিয়ের বিচ্ছেদ, চতুর্থ প্রেমের গুঞ্জন সব মিলিয়ে প্রায়দিনই সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। এতদিন ধরে গুঞ্জন বিতর্ক নেটমাধ‍্যমে চললেও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। অবশেষে নিজের ব‍্যক্তিগত জীবন নিয়ে খুল্লমখুল্লা আড্ডায় মাতলেন শ্রাবন্তী।

এক সংবাদ মাধ‍্যমকে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, বিয়ের উপর থেকে তাঁর ভরসা এখনো উঠে যায়নি। এখনো ভালবাসাতেও বিশ্বাস রয়েছে তাঁর। কিন্তু এখন আর তাঁর সেই মনের অবস্থা নেই যে আবার প্রেম বা বিয়ে কথা ভাববেন। শ্রাবন্তীর কথায়, “আমি তো কন্ট্রোভার্সি কুইন। তাই লোকজন আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে। আমি সফট টার্গেট। তাই মানুষ আমাকে নিয়ে কথা বলে। আমার জীবনের স্ট্রাগল তাঁরা বোঝে না। আমার জায়গায় থাকলে তারা বুঝত।”


এদিন অভিরূপ নাগ চৌধুরীর বিষয়েও কথা বলেন শ্রাবন্তী। অভিনেত্রী বলেন, তিনি ও অভিরূপ দুজনেই এখন সিঙ্গল। তাই মানুষ গসিপ করছে। তাঁরা একই বিল্ডিংয়ে থাকেন, বন্ধু সার্কেলও এক। তিনি বলেন, আগে তাঁর নামে সমালোচনা শুনে পরিবারের লোকেরাও কষ্ট পেত। কিন্তু এখন তাঁরা সেসবে পাত্তা দেন না।

নুসরত জাহানের প্রসঙ্গ নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন শ্রাবন্তী। তিনি জানান, প্রায়ই পার্টি করেন তাঁরা। তিনি নিজে খুব কম বয়সে মা হয়েছেন। তাই অন্তঃসত্ত্বা নুসরতকে টুকটাক পরামর্শও দেন কী খাওয়া উচিত বা না উচিত। তবে শ্রাবন্তী একথা সাফ জানিয়ে দেন, রোশনের কাছে আর ফিরতে চান না তিনি। আপাতত কাজেই মনোযোগ দিতে চান শ্রাবন্তী।

সম্পর্কিত খবর

X