জন্মদিনে মদ‍্যপানের ভিডিও ভাইরাল, ‘নিজের বাড়িতে নিজের পয়সায় খেয়েছি, বেশ করেছি’, বক্তব‍্য শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: কথায় হোক বা কাজে, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বরাবরই লাগামহীন। স্পষ্ট কথা রাখঢাক না করেই বলতে ভালবাসেন তিনি। ট্রোল, কটুক্তির উত্তরে যোগ‍্য জবাব দিতে জানেন। জন্মদিনে কথামতো নিজের বয়স প্রকাশ‍্যে এনে চমকে দিয়েছেন সকলকে। বয়স শুধুই একটা সংখ‍্যা মাত্র। এরপরেও যদি কারোর ট্রোল করার ইচ্ছা হয় তো তাতে শ্রীলেখার কিছুই যায় আসে না বলেও জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার, ৫০ এ পা দিয়েছেন শ্রীলেখা। মধ‍্যরাত থেকেই তাঁর বাড়িতে শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন। মেয়ে মাইয়‍্যা তো ছিলই, সঙ্গে ছিলেন শ্রীলেখার জিম পার্টনার ত্র‍্যম্বক রায়চৌধুরী সহ আরো কয়েকজন বন্ধুবান্ধব। বেইজ রঙা পোশাকে সেজেছিলেন শ্রীলেখা। সঙ্গে মানানসই হালকা জাঙ্ক জুয়েলারি। হলুদ কালো বেলুনে সেজে উঠেছিল পার্টি।

Sreelekha 1
মেয়ে মাইয়‍্যার সঙ্গে ‘উ আনটাভা’ গানে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে শ্রীলেখাকে। ছিল খাওয়াদাওয়ার সঙ্গে পানীয়র ব‍্যবস্থাও। এর মাঝেই সোশ‍্যাল মিডিয়া লাইভে এসেছিলেন শ্রীলেখা। জন্মদিনের একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছিলেন তিনি। তার মধ‍্যে ছিল একটি মদ‍্যপানের ভিডিও।

বন্ধুবান্ধবদের নিয়ে টেকিলা শট নিতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। বেছে বেছে সেই ভিডিওটিই ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। সোশ‍্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার টেকিলা শটস নেওয়ার ভিডিও তৃণমূলের ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সা, সস্তা বাংলা খেতে হয়তো খুব কষ্ট পেয়েছে আমার দামি মদ খাওয়া দেখে। আহারে! নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি। বেশ করেছি। কারোর অনুপ্রেরণায় খাইনা আর ঘোমটার নীচে খেমটা নাচি না বুঝলি চোরের দল?’

এদিন কেক কাটার আগে ৫০ লেখা বেলুন হাতে ধরে নেটনাগরিকদের উদ্দেশে তিনি বলে ওঠেন, “১৯৭২ এ জন্ম। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাইলে করো। কিচ্ছু যায় আসে না।”

সঙ্গে তিনি আরো বলেন, “আমার মেয়েকে যতগুলো ছেলে দেখবে তার থেকে একটা বেশি ছেলে আমায় দেখবে।” মাইয়‍্যা তখন মন দিয়ে কেকের উপরে মোমবাতি জ্বালাতে ব‍্যস্ত‌। শ্রীলেখা বলে চলেন, “আগে বলা হত মেয়েরা কুড়িতেই বুড়ি। আমরা বয়সের বাধাটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। বয়স শুধু একটা সংখ‍্যা। এটা শুধু আমাদের মনে রয়েছে। হাড়ের চিকিৎসকরাও এটাই বলেন। আমার এখন কোমরে ব‍্যথা হয়েছে।”

Niranjana Nag

সম্পর্কিত খবর