রাতারাতি গোঁফ গজালো শ্রীলেখার! হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো সংবাদ শিরোনামে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। তবে এবারের কারণটা শুনলে বেশ অবাকই হবেন। রাতারাতি ঠোঁটের উপর একটি বড়সড় গোঁফ গজিয়ে গিয়েছে অভিনেত্রীর। নিজেই একটি সেলফি তুলে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীলেখা।

আসলে লকডাউনের মধ‍্যে অনেকদিন সালোঁ যাওয়া হয়নি শ্রীলেখার। ফলে ঠোঁটের উপর বাড়তি লোম গজিয়ে গিয়েছে। তাই দেখে নিজেকে নিয়েই রসিকতা করেছেন অভিনেত্রী। অ্যাপের ফিল্টারেদ সাহায‍্যে ছবিতে নকল গোঁফ লাগিয়ে তুলেছেন সেলফি। শ্রীলেখার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘গোঁফ ও রসালো ঠোঁটের রেয়ার কম্বিনেশন’। আবার আরেকজনের কটাক্ষ, ‘রিমঝিম এটা দেখে এক্ষুণি আবার ছড়াতে বসবে’।


অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত কুরুচিকর ভাষায় শ্রীলেখাকে আক্রমণ করতে দেখা গিয়েছে রিমঝিমকে। সেই মন্তব‍্যের স্ক্রিনশট সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র কটাক্ষ করেন অভিনেত্রী। শ্রীলেখার পোস্ট করা স্ক্রিনশটে রিমঝিমের একটি কমেন্ট দেখা গিয়েছে। তিনি লিখেছেন, ‘থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’ পোস্টটি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘নিজেরাই দেখে নিন। চাইনা এটা নিয়ে খবর হোক বেশি পাত্তা পেয়ে যাবে।’

https://www.instagram.com/p/CPcWRmOpLlR/?utm_medium=copy_link

শ্রীলেখার পোস্টে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। নেটিজেনদের বক্তব‍্য, ‘যে দলে গিয়েছে সেই দলের মতোই মানসিকতা হয়েছে’। একজন লেখেন, ‘একজন মেয়েকে এমন নোংরা ভাষায় আক্রমণ করে উনি নিজেই ওনার রুচিবোধের পরিচয় দিয়ে দিলেন’।

এরপরেই নাম না করে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে পালটা রিমঝিম লেখেন, ‘যার যার বাজার মন্দা যাচ্ছে ফুটেজের জন্য নিজে খেটে খান, আমার নামে ফালতু বিল কাটবেন না।’

সম্পর্কিত খবর

X