পাঁচ লক্ষ ঘুষ নিয়ে কী লাভ? মন্তব‍্য নিয়ে নাম না করে দেবলীনাকে কড়া কটাক্ষ শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক ব‍্যাপারে শ্রীলেখা মিত্র (sreelekha mitra) ও দেবলীনা কুমারের (devlina kumar) মনোমালিন‍্য, কটাক্ষ আগেও দেখা গিয়েছে। ভোট পরবর্তীতে বাম প্রার্থীদের উপর হামলার ঘটনার সত‍্যতা নিয়ে কটাক্ষ করেছিলেন দেবলীনা। পালটা কটাক্ষ শানাতে দেরি করেননি শ্রীলেখা। সেবার কমের উপর দিয়েই গিয়েছিল। তবে এবারে সম্ভবত নিজেকে আর শান্ত রাখতে পারেননি শ্রীলেখা।

অতি সম্প্রতি নারদ মামলায় তৃণমূলের চার হেভিওয়েট নেতামন্ত্রীদের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছিলেন দেবলীনা। মাত্র চার পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়ে কী লাভ এই হেভিওয়েটদের? নারদ কাণ্ড সাজানো নয় তো? সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।

   

IMG 20210519 194810
দেবলীনার সেই মন্তব‍্য নিয়ে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে নেটজনতা। একাংশ সমর্থন করেছে অভিনেত্রীর বক্তব‍্যকে। অপর অংশের কণ্ঠে শোনা গিয়েছে ব‍্যঙ্গ‌। এমনি এক ব‍্যক্তি তীব্র কটাক্ষ করেছেন দেবলীনাকে। তাঁর স্পষ্ট বক্তব‍্য, চুরি করা এবং ঘুষ নেওয়ার মধ‍্যে পার্থক‍্য রয়েছে। নিজে সরাসরি দেবলীনার নাম না নিলেও এই পোস্টটি শেয়ার করে শ্রীলেখার কটাক্ষ, ‘মানে কী আর বলব এই আবালদের সম্পর্কে’।

শ্রীলেখার পোস্টেও তাঁকে সমর্থন করেছেন অনেকে। একজন প্রশ্ন করেছেন, দেবলীনা আবার বুদ্ধিজীবী কবে থেকে হলেন? তবে এবার শ্রীলেখার এই মন্তব‍্যের কোনো জবাব এখনো পর্যন্ত দেননি।

প্রসঙ্গত, নারদ কাণ্ডে তৃণমূল নেতামন্ত্রীদের গ্রেফতারি নিয়ে মঙ্গলবার সোশ‍্যাল মিডিয়ায় সরব হন দেবলীনা। এক নেটজনতার স্ট‍্যাটাস শেয়ার করে তিনি লেখেন, বিষয়টার সঙ্গে তিনিও একমত। স্ট‍্যাটাসে প্রশ্ন করা হয়, চার পাঁচ লক্ষ টাকা নিয়ে হেভিওয়েট নেতা মন্ত্রীরা ছুঁচো মেরে হাত গন্ধ কেন করবেন? ঘুষ নেওয়ার হলে এই কটা টাকায় কী হবে?

যুক্তি হিসাবে বলা হয়েছে, এখন চার পাঁচ লক্ষ টাকায় কিছুই হয় না। একটা সাধারন গাড়িরই পাঁচ লক্ষ টাকার বেশি দাম। উপরন্তু আরো প্রশ্ন ছোঁড়া হয়েছে, নারদা কাণ্ডটা পুরোটাই সাজানো নয় তো?

ad2
Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর