কার্নিভালে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচ প্রসেনজিৎ-অঙ্কুশ-শ্রাবন্তীদের, ‘পেছন চাটা বোকারা…’, নাম না করে আক্রমণ শ্রীলেখার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ যখন ডুবতে বসেছে, কলকাতা তখন মাতোয়ারা দুর্গাপুজোর কার্নিভালের আনন্দে। রেডরোডে রাজ্য সরকারের অনুষ্ঠানে নেমেছিল তারকাদের ঢল। এ নিয়ে এবার সমালোচনায় মুখর হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নাম না করেই কার্নিভালে অংশ নেওয়া তারকাদের তীক্ষ্ণ ভাষায় আক্রমণ শানালেন তিনি।

Sreelekha Mitra took  dig at celebrities who joined festival carnival

কার্নিভাল নিয়ে কটাক্ষ শ্রীলেখার (Sreelekha Mitra)

প্রতি বছরই দুর্গাপুজোর শেষে রেডরোডে আয়োজি হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা তো থাকেনই, সঙ্গে অংশ নেন বিনোদুনিয়ার বহু তারকাও। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার যখন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে একের পর এক দুঃসংবাদ এসে পৌঁছাচ্ছে, তখন অনেক তারকাকেই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর হচ্ছে গানের তালে পা মেলাতে। এবার ইন্ডাস্ট্রির এই সহকর্মীদেরকেই কটাক্ষ শ্রীলেখাl। বাণে বিদ্ধ করলেন  শ্রীলেখা।

আরও পড়ুন : মহানায়কের লক্ষ্মীপুজোর ৭৫ বছর, দেবীর নতুন সোনার গয়না, এই পুরনো রীতি ফেরালেন নাতবৌ দেবলীনা

কারা যোগ দেন কার্নিভালে: কার্নিভালে অংশ গ্রহণ করা নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, যিশু সেনগুপ্ত থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা। এবার মুখ খুললেন শ্রীলেখা। ধিক্কার দিয়ে তিনি লিখেছেন, ‘কার্নিভালের ছবি দেখতে দেখতে আনফ্রেন্ড করছি। আমার এদের শিল্পী বলতে ঘেন্না হয়, শিল্পীর মন সেনসিটিভ হয়, অন্যের কষ্টে মন কেঁদে ওঠে। অন্যায় দেখলে তার প্রতিবাদ করে শিল্পী তার শিল্পের মাধ্যমে। কিন্তু এরা… ধান্দাবাজ।’

আরও পড়ুন : দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে পাহাড়, সোমবারই পর্যটকদের জন্য খুলল দর্শনীয় স্থল

কী লেখেন শ্রীলেখা: তিনি আরও লিখেছেন, ‘হ্যাঁ এসব বলি বলে আমার কাজ নেই। কিন্তু এসব পেছন চাটা বোকাদের মতো হওয়ার থেকে আমি এমনই থাকতে চাই। তারপর আমাকে আর কতবার কী কী ভাবে বয়কট করবেন ভাবতে থাকুন। মানুষ মরছে আর এরা নাচছে কাজ আর পয়সার জন্য… ছি ছি ছি’।
প্রসঙ্গত, শনিবার রাতের প্রবল বৃষ্টির পর রবিবার থেকেই উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির চিত্র সামনে আসতে শুরু করে। মানুষ থেকে বন্যপ্রাণ বিপর্যস্ত হয়ে পড়ে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতিতে। কিন্তু ওইদিনই ছিল দুর্গাপুজোর কার্নিভাল। রাজ্যের উত্তরে এমন পরিস্থিতি সত্ত্বেও কার্নিভালে নাচগান করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন তারকারা। আর এবার তোপ দাগলেন শ্রীলেখাও’।