বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র ১০ দিনের অপেক্ষা, তারপরেই একঝাঁক ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে দেবীর আগমনও শুরু হয়ে গেছে। টলিপাড়ার (Tollywood) সেলিব্রেটিরাও ব্যস্ত হয়ে পড়েছে তাদের ছবির প্রচারে। চলতি বছর পুজোয় একসাথে চার চারটি ছবি মুক্তি পেতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনারাও নিশ্চয় ভাবছেন যে ঠিক কোন ছবিটা দেখবেন আর কোনটা দেখবেননা। তাহলে সৃজিতের (Srijit Mukherjee) এই বক্তব্য অবশ্যই শুনুন।
এইদিন সকলের কনফিউশন কাটাতে মাঠে নামলেন সৃজিত। আর সেই সাথেই বললেন ‘টাইগার ৪’র কথাও। প্রসঙ্গত উল্লেখ্য, শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘দশম অবতার’। ছবিতে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত তাবড় তাবড় তারকারা। এছাড়াও মুক্তি পেতে চলেছে দেবের ‘প্রধান’, কোয়েলের ‘মিতিন মাসি’ ও মিমির ‘রক্তবীজ’।
চলতি বছরের পুজোয় রীতিমত ধামাকা করবে এই চার ছবি। সকলেই যেখানে কনফিউজড সেখানে সবার কনফিউশন দূর করতে মাঠে নামলেন সৃজিত। পরিচালক বলেন, ‘মিতিন মাসি, রক্তবীজ, বাঘা যতীন আর শেষে যদি টাইম থাকে দশম অবতার দেখবেন পুজোয়।’ এইদিন সৃজিত আরও বলেন, ‘আমি প্রথম থেকেই বলছি এবার আটটা নয়টা ছবি নেই। ৪ টে ছবি আছে, ৪ টেই ভালো ছবি। সবগুলোই দেখুন।’
আরও পড়ুন : ‘মহালয়া করতে ভালোলাগে না’, সিনেমায় কাজ পেতেই অহঙ্কারী মন্তব্য ‘মিঠাই’ সৌমিতৃষার
এদিকে সলমন অভিনীত একটি হিট ফ্র্যাঞ্চাইজি হল টাইগার। পুজোর পর দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘টাইগার থ্রী’। তবে তার আগেই ‘টাইগার ৪’র গল্প জুড়ে দিলেন সৃজিত। তবে কি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির সঙ্গে সৃজিতও যুক্ত রয়েছেন? নাকি হিন্দির পর এবার বাংলাতেও আসতে চলেছে টাইগার নামের কোনও ফ্র্যাঞ্চাইজি?
আরও পড়ুন : পাইস হোটেল ছেড়ে এবার সিনেমার পর্দায়! নন্দিনী দিদির ভিডিও দেখে অবাক ভক্তরা
দ্বন্দ মিটিয়ে সৃজিত বললেন, ‘আমরা হলাম বাঘ, চারজন বাঘ এবার একসঙ্গে আসছি। টাইগার ৪।’ এই কথা বলেই চোখ মিচকান তিনি। তিনি যে বিষয়টা অন্যভাবে বলেছিলেন তার এই শেষের কথাতেই পরিস্কার। তবে এই ৪ বাঘ ঠিক কী খেল দেখাতে পারে সেটা তো সময়ই বলবে। আর ততদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তাই আপাতত আর কয়েকটা দিন ধৈর্য ধরেই যান।