শ্রীলংকা এবার পর্যটক টানতে চালু করলো ফ্রি ভিসা

বাংলাহান্ট ডেস্ক: শ্রীলংকা এবার পর্যটকদের জন্য বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা চালু করছে। বুধবার সরকারি তরফ থেকে এ ঘোষণা করা হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং রাশিয়া সহ মোট ৫০ টি দেশের নাগরিকরা এই ফ্রি ভিসা পাবে।

images 53

তবে শ্রীলংকার পর্যটন মন্ত্রী বলেন, যে পর্যটকরা ব্যবসায়িক উদ্দেশ্যে শ্রীলঙ্কা ভ্রমণ করতে আসবে তারা অন এরাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ঘটে যায় ধারাবাহিক বিস্ফোরণ। ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় প্রায় ২৫০ জন মানুষ নিহত হয়। যাদের মধ্যে প্রায় ৪২ জন বিদেশি নাগরিক ছিলেন। ওই হামলার পর থেকেই শ্রীলঙ্কায় কমতে থাকে পর্যটকদের সংখ্যা। শ্রীলঙ্কা সরকার ওই ঘটনাকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের শ্রীলঙ্কা ভ্রমণ এর উপর সর্তকতা জারি করেছিল। এতেই কমতে থাকে শ্রীলঙ্কায় পর্যটকের সংখ্যা।

শ্রীলংকার প্রধানমন্ত্রী বিক্রমাসিংহ পর্যটকদের আশ্বস্ত করে বলেছেন, শ্রীলংকা এখন পর্যটকদের জন্য নিরাপদ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

শ্রীলংকার পর্যটক মন্ত্রী বলেছেন, পর্যটকদের টানতে শ্রীলংকা ফ্রি ভিসার উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগ যদি ব্যর্থ হয় তারা এই ফ্রি ভিসা বাতিল করবেন।

সম্পর্কিত খবর