‘সুযোগ অবশ্যই আছে, কিন্তু…’! রিভিউ পিটিশনে স্বস্তি পাবেন ২৬,০০০ চাকরিহারা? জানালেন আইনজ্ঞরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) আগেই চাকরি বাতিলের রায় দিয়েছিল। এতদিন সুপ্রিম কোর্টে ঝুলেছিল প্রায় ২৬,০০০ চাকরিজীবীর ভাগ্য। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করল শীর্ষ আদালত (Supreme Court)। একধাক্কায় চাকরিহারা হয়ে পড়লেন ২৫,৭৫২ জন। এরপর থেকেই নানান মহল থেকে প্রশ্ন উঠছে, চাকরিহারারা কি আইনি পথে আর কোনও সুরাহা পেতে পারেন? এবার এই নিয়ে মুখ খুললেন আইনজ্ঞরা।

রিভিউ পিটিশনে স্বস্তি পেতে পারেন চাকরিহারারা (SSC Recruitment Scam)?

বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘পরবর্তীতে রিভিউ করারই একমাত্র সুযোগ আছে। তবে কেবলমাত্র টেকনিক্যালি ভুলে রিভিউ করা যায়। আর সুপ্রিম কোর্টের রায়ে রিভিউ করে কোনও লাভ হয় না। রায় দেওয়ার পর সংশোধনের সুযোগ খুব কম। সুপ্রিম কোর্ট নিজের রায় বদলায় না’।

এখানেই না থেমে চাকরি বাতিলের (SSC Recruitment Scam) রায় নিয়েও মুখ খোলেন অরুণাভ। তিনি বলেন, ‘চাকরি চলে যাওয়াটা ভীষণ দুর্ভাগ্যজনক। যেটা শীর্ষ আদালতের মনে করা উচিত ছিল। এতগুলো মানুষের চাকরি চলে গেল, তাঁদের পরিবার কী খাবে, একটু সময় দেওয়া উচিত ছিল। সৎভাবে যিনি চাকরি পেয়েছেন, তাঁর চাকরি চলে যাওয়া মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্বাচন কীভাবে হয়? মেরিটে হয়! নিজেদেরটা আগে দেখুন’।

আরও পড়ুনঃ বিধবা বৌদি পরিবারের সদস্য নয়! এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! তোলপাড় বাংলা

অভিজ্ঞ আইনজীবী ফিরোজ এডুলজিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘শীর্ষ আদালতে রিভিউ করাই যায়। সংবিধানের ১৩৭ নং ধারায় সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে’।

সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আবার বলেন, রিভিউ করার সুযোগ অবশ্যই আছে। তবে সেক্ষেত্রে খারিজ হওয়ার হার ৯৯.৯৯%। এতে লাভ হবে না বলে দাবি করেন তিনি।

SSC recruitment scam who have to return salary Supreme Court said this

রাজ্যের প্রাক্তন এজি (অ্যাডভোকেট জেনারেল) তথা বিশিষ্ট আইনজীবী জয়ন্ত মিত্রের কথায়, ‘এখানে রিভিউ অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনও সুযোগ নেই। অতীতে শীর্ষ আদালতের অনেক অর্ডারের বিরুদ্ধে রিভিউ অ্যাপ্লিকেশন হয়েছে। তবে খুব কম বিষয়ে সাফল্য এসেছে। মূল কথা হল, চূড়ান্ত নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট খোলা আদালতে বসে রায় শোনায় না। যে বেঞ্চ রায় দেয়, তারা প্রাইভেট চেম্বারে বসে সিদ্ধান্ত নেয়’।

আরও পড়ুনঃ মাত্র ৫০০ টাকায় মিলবে LPG সিলিন্ডার! দুর্দান্ত প্রকল্প নিয়ে এল রাজ্য! কারা সুবিধা পাবেন?

একধাক্কায় প্রায় ২৬,০০০ চাকরি বাতিল নিয়েও মুখ খুলেছেন জয়ন্ত। তিনি দাবি করেন, রাজ্য (Government of West Bengal) ও স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য সম্পূর্ণ ঘটনা ঘটল। তাঁর কথায়, ‘একসঙ্গে ভালো-খারাপ বলি হয়ে গেল। এতদিনে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সেই মনোবল কিংবা শরীরও থাকে না। রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য গোটা ঘটনা ঘটল। এতজনকে সাফার করতে হল’।

এদিকে ২৬,০০০ চাকরি বাতিল (SSC Recruitment Scam) নিয়ে বর্তমানে সরগরম বাংলা। সুপ্রিম-রায়ের আঁচ রাজ্য রাজনীতিতে এসেও পড়েছে। চাকরিহারাদের সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X