হাতে আর মাত্র দু’দিন! মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, SSC-তে প্রচুর নিয়োগ

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য তথা সারা দেশেই দিন দিন বেড়েই চলেছে বেকারের সংখ্যা। এই পরিস্থিতিতে যারা সরকারী চাকরির আশায় দিন গুনছেন তাদের জন্য এবার চলে এল এক দুর্দান্ত খবর। স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) (Staff Selection Commission) তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

জানা গিয়েছে, মাল্টি টাস্কিং ও হাবিলদার পদে কর্মী নিয়োগ হবে। প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। হিসেব করলে দেখা যায়, হাতে আছে আর মাত্র দু’দিন। মাল্টি টাস্কিং পদে 1198 টি এবং হাবিলদার পদে 360 টি পদে নিয়োগ করা হবে। অর্থাৎ মোট 1558 টি শূন্যপদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন।

গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ
অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে: 30 জুন
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: 21 জুলাই
অনলাইনে ফি পেমেন্টের শেষ তারিখ: 22 জুলাই
অফলাইনে চালান তৈরির শেষ তারিখ: 23 জুলাই
চালানের মাধ্যমে পেমেন্টের শেষ তারিখ: 24 জুলাই
আবেদনপত্র এবং অনলাইন পেমেন্ট সংশোধনের তারিখ: 26 থেকে 28 জুলাই

যোগ্যতা
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পাশ করতে হবে।

বয়সসীমা
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে। তবে, 5 বছরের ছাড় রয়েছে এসসি, এসটি বিভাগের প্রার্থীদের জন্য।

West Bengal Bandhan Bank DSA Recruitment 2023

 

বেতন
নিযুক্ত প্রার্থীরা পে স্কেল 1 অনুযায়ী মাসিক বেতন পাবেন।

আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে 100 টাকা দিতে হবে। তবে ব্যতিক্রম মহিলা, এসসি, এসটি প্রার্থীরা

নিয়োগ পদ্ধতি
দুটি পদেই আবেদনকারীদেরকেই সেশন 1 এবং সেশন 2-এই দুটি পর্যায় ভিত্তিক পরীক্ষা দিতে হবে। এছাড়াও, হাবিলদার পদের জন্য প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েনসি টেস্ট (পিইটি) বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি
এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনও পন্থায় আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর