বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরের স্বাধীনতা বাতিল করা নিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত ঠান্ডা হচ্ছে না। এবার কাশ্মীর ইস্যু সরাসরি প্রভাব ফেলল ব্রিটিশ সংসদের উপরে। ব্রিটিশ সংসদও ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
এমনকি জানা গিয়েছে ব্রিটিশ সংসদের অধিকাংশ ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে বরিস জনসনকে চিঠি লিখেছেন। লেবার পার্টির বেশ কয়েকজন মুসলিম চিঠিতে ব্রিটিশ সংসদ কে ভারতের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন।
কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রতিবাদে গত শুক্রবার বাকিংহাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখায়। বিশেষ করে তেহরিক-ই-ইসলামের সমর্থকরা এই বিক্ষোভ দেখায়। এই তেহরিক-ই-ইসলামের সদস্যরা কাশ্মীরের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে আসছেন। ভারত ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ স্বাধীনতা কেড়ে নেওয়ার পর এই তেহরিক-ই-ইসলামের সদস্যরা জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।