অবশেষে বিয়ের ঘোষণা করেই দিলেন শ্রীপর্ণা, প্রকাশ্যে এল দিনক্ষণ, হবু বর কে চেনেন?

বাংলা হান্ট ডেস্ক : টলিপাড়ায় (Tollywood) এখন বিয়ের (Marriage) মরশুম। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রুতি দাস। তার আগে সাত পাকে বাঁধা পড়েছেন অনামিকা-উদয়। সম্প্রতি খবর মিলেছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন। আর এবার নাকি বিয়ে করতে চলেছেন শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। টলিপাড়ার অন্দরমহলের খবর, চলতি বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী।

সূত্রের খবর, শ্রীপর্ণার বিয়ের সানাই বাজতে আর খুব বেশিদিন দেরি নেই। চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। যদিও শ্রীপর্ণা তার বিয়ের পরিকল্পনা এর আগেই জানিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, চলতি বছরেই বিয়ে করার প্ল্যান রয়েছে তবে এতদিন কিছুতেই সময় করে উঠতে পারছিলেন না। তবে অবশেষে দিনক্ষণ ঠিক হয়েছে বলে খবর।

মিডিয়াপাড়ার খবর, চলতি বছরের অগ্রহায়ণ মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রীপর্ণা রায়। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মাধ্যমে খবর, শ্রীপর্ণার এই সম্বন্ধ ঠিক হয়েছে অনলাইন অ্যাপের মাধ্যমে। তবে এখনই তার বিয়ে সম্পর্কে মুখ খুলতে একেবারেই নারাজ। আসলে গোটা বিয়েটাই ঘটছে চুপিসারে। এমনকি বিয়েটা কোথায় হচ্ছে সেটাও জানাতে রাজি নয় নায়িকা।

আরও পড়ুন : রণবীর কাপুর থেকে সিদ্ধার্থ মালহোত্রা, সঙ্গম দৃশ্যে সংযম হারিয়ে কেলেঙ্কারি করেছেন এই ৯ তারকা

এইদিন বিয়ে প্রসঙ্গে কথা বলার জন্য শ্রীপর্ণার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রস্তুতি তুঙ্গে। তবে আমার যেহেতু শুটিং চলছে, তাই দাদা, মামা, মাসিরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন।” সূত্রের খবর, বিয়ের আসর নাকি বাড়ির কাছাকাছিই কোথাও একটা বসানো হবে। বিয়ের সাজপোশাকেও থাকবে বাঙালি সাবেকিয়ানা।

আরও পড়ুন : ‘ফেকগিরি করে বেশিদিন…’, নাম না করেই অঙ্কুশকে তোপ দাগলেন রানা সরকার

101271202

কথাপ্রসঙ্গে শ্রীপর্ণা বলেন, “বিয়েতে আমি সাবেকি সাজেই সাজব। লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। আর মেনুতে থাকছে আমার প্রিয় বিরিয়ানি। বাকি তো আছেই চিংড়ি, ভেটকি।” যদিও শ্রীপর্ণার হবু স্বামীর সাথে অভিনয় জগতের দূরদূরান্ত কোনও সম্পর্ক নেই। উলটে তিনি মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত। সূত্রের খবর, তিনি চন্দননগরের বাসিন্দা। অন্যদিকে শ্রীপর্ণা অভিনয় করছেন স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালে। মিডিয়া বলছে, খুব শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে এই সিরিয়ালের পথচলা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর