এবার RD’তেই হবে বাজিমাত! হাতে সময় ৫ বছর, SBI’তে জমান ৩ হাজার! কত রিটার্ন আসবে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : অধিকাংশ মানুষের পক্ষে একলপ্তে মোটা টাকা বিনিয়োগ করা সম্ভব হয় না। তবে ভবিষ্যতের জন্য সঠিক বিনিয়োগ সর্বদা প্রয়োজন হয়। যদি আপনারা প্রতি মাসে কিছু করে টাকা বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগের আদর্শ মাধ্যম হতে পারে রেকারিং ডিপোজিট (Recurring Deposit)।

SBI’র (State Bank of India) রেকারিং ডিপোজিট (Recurring Deposit)

পোস্ট অফিস বা সরকারি ব্যাংকে আপনারা খুলতে পারেন রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখানে বিনিয়োগ হওয়া টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। নির্দিষ্ট সময়ের পর সুদসহ মেলে মোটা রিটার্ন। প্রতিমাসে অল্প কিছু করে টাকা বিনিয়োগ করা যায় রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে। ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে থাকে সুদের সুবিধা।

আরোও পড়ুন : পুজোর আগেই ওলটপালট! হেরে ভূত ফুলকি, পর্ণা! নতুন বেঙ্গল টপারের নাম জানলে মাথা ঘুরে যাবে

ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে প্রদান করছে ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ। এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বৈধতা ৫ বছর। যদি কোনও গ্রাহক প্রতিমাসে ৩ হাজার টাকা করে ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট করেন, তাহলে তিনি ম্যাচুরিটির সময় কত টাকা ফেরত পাবেন সেই হিসাব দেখে নেব আজ।

আরোও পড়ুন : শুরু কড়াকড়ি! বাংলার সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি, মাথায় হাত সকলের

বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ৫ বছরের রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) দিচ্ছে ৬.৫% হারে সুদ। ৫ বছর প্রতি মাসে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,৮০,০০০ টাকা। ৬.৫% হারে সুদ পেলে আপনি সুদ বাবদ আয় করবেন ৩২,৯৭২ টাকা। ম্যাচুউরিটির পর আপনি সুদ ও আসল মিলিয়ে পাবেন মোট ২,১২,৯৭২ টাকা।

Recurring Deposit

যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ (Investment) করা যায় তাহলে রিটার্ন আসবে আরো অনেক বেশি। প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬ লক্ষ টাকা। ৫ বছর পর আপনি সুদ হিসাবে পাবেন ১,০৯,৯০২ টাকা। ম্যাচুউরিটির পর সুদ ও আসলসহ রিটার্ন পাবেন মোট ৭,০৯,৯০২ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর