মাস গেলে আসবে ১০ হাজার! SBI’র SWP করলেই খুলবে কপাল, কীভাবে করবেন বিনিয়োগ?

বাংলাহান্ট ডেস্ক : ভালো ও সুনিশ্চিত রিটার্নের জন্য অনেকেই বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করে থাকেন। ফিক্সড ডিপোজিট, MIS, SIP ইত্যাদি বেশ জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। তবে আজকাল অনেকেই বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন SWP বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এই SWP-তে একবার বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন মোটা রিটার্ন।

ধরা যাক কোনও ব্যক্তি ২০১৪ সালে ১০,০০০,০০ টাকা SWP-তে বিনিয়োগ করেছিলেন। সেক্ষেত্রে যদি ১৫% হারে বার্ষিক রিটার্ন দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি প্রতি মাসে পাবেন ১০ হাজার টাকা করে। সেক্ষেত্রে ওই ব্যক্তি ১০ বছরে মোট রিটার্ন পাবেন ১২,০০,০০০ টাকা ও সাথে থাকবে ১৪,৪৫,৮৩১ টাকার রিটার্ন। অর্থাৎ ওই ব্যক্তি মোট পাবেন ২৬,৪৫,৮৩১ টাকা।

   

আরোও পড়ুন : রাত পোহালেই বাবা লোকনাথের প্রয়াণ দিবস! এই সময়ে পুজো করলেই মিলবে দুর্দান্ত ফল

আজকের এই প্রতিবেদনে আমরা স্টেট ব্যাংকের একটি মিউচুয়াল ফান্ডে SWP করার কথা বলছি যেখানে গত ১০ বছরে পাওয়া গেছে ১৫% রিটার্ন।যারা SWP করতে চান তাদের জন্য একটি ভালো বিকল্প হচ্ছে SBI Equity Hybrid Fund Direct Plan Growth। গত ১০ বছরে ১৫% পর্যন্ত রিটার্ন দিয়েছে এই ফান্ড। যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিকল্প খুঁজছেন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে SBI-এর (State Bank of India) এই ফান্ড। 

Start this profitable business today with government help

এই ফান্ডের বেশিরভাগ বিনিয়োগ রয়েছে ইকুইটিতে এবং কিছু পরিমাণ বিনিয়োগ রয়েছে ডেপথতে। বাজারে বিনিয়ম সর্বদা ঝুঁকি সাপেক্ষ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা আমরা নই। শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিনিয়োগ করার আগে সব ধরনের তথ্য যাচাই করে নেবেন আগে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর