বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট মিটতেই সুখবর! ৫-১০% ছেড়ে একেবারে এক ধাক্কায় ১৬% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার (State Government)। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের অগুনতি সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।
সম্প্রতি এই প্রসঙ্গে সরকারের তরফ থেকে একটি আদেশনামা জারি করা হয়েছে। সেখানে বেলা হয়েছে, পঞ্চম বেতন স্কেলের (5th Pay Commission) কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। এবার থেকে এই সরকারি কর্মীরা মূল বেতনের ৪৪৩% হারে DA পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার এই আদেশনামা জারি করেছেন।
এর আগে ষষ্ট বেতন স্কেলের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এবার পঞ্চম বেতন স্কেলের কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার। এতদিন পঞ্চম বেতন স্কেলের কর্মীরা মূল মাইনের ৪২৭% হারে DA পাচ্ছিলেন। তবে এবার ১৬% মহার্ঘ ভাতা বৃদ্ধি করায় ৪৪৩% হারে পাবেন। যে সকল কর্মচারী ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতনের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই বর্ধিত হারে DA পাবেন।
আরও পড়ুনঃ কাজ বাদ দিয়ে রোম্যান্স! তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের কীর্তি ফাঁস, পদত্যাগ চাইছে দলেরই কর্মীরা
১ জানুয়ারি ৩১ মে অবধি সরকারি কর্মীদের বকেয়া DA তাঁদের পিপিএফ, ভবিষ্যৎ তহবিল এবং এনএসসি-তে দিয়ে দেওয়া হবে। অন্যদিকে যে সকল কর্মচারী ন্যাশানাল পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন তাঁরা মহার্ঘ ভাতার প্রথম কিস্তির ১০% নিজেদের পেনশন অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি ৯০% অর্থ এনএসসি অথবা পিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।
এর আগে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ষষ্ট এবং সপ্তম বেতন স্কেলের অধীন কর্মরত কর্মচারীদের DA বাড়িয়েছিল। ষষ্ঠ বেতন স্কেলের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ২৩৯% এবং সপ্তম বেতন স্কেলের কর্মীদের ৪% DA বাড়ানো হয়েছিল। এবার পঞ্চম বেতন স্কেলের কর্মীদের সুখবর দেওয়া হল।