রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে ২০৯ ল্যাবরেটরি আসিস্টান্ট

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য সরকার রাজ্যের গবেষনাগার গুলির জন্য নিয়োগ করতে চলেছে প্রচুর ল্যাবরেটরি আসিস্টান্ট। মোট ২০৯ টি পদে হবে এই নিয়োগ। ৪০ বছরের নীচে বিজ্ঞানে স্নাতক বা নির্দিষ্ট বিষয়ের ওপর ডিপ্লোমা থাকলেই করা যাবে আবেদন। বেতন ৫৪০০ থেকে ২৫,২০০ সাথে ২৯০০ টাকা গ্রেড পে। সাধারন ও OBC দের জন্য আবেদন মূল্য ১৬০ টাকা।  sc,st, ph, দের আবেদন করতে কোনো টাকা লাগবে না।আবেদন করতে পারবেন আগামী ১০ জানুয়ারি ২০২০ থেকে। আবেদনের শেষ দিন ৩০ জানুয়ারি ২০২০।

আবেদন করার শেষ তারিখঃ ৩০ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ ল্যাব অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞানে স্নাতক বা নির্দিষ্ট বিষয়ের ওপর ডিপ্লোমা

বয়সসীমাঃ বয়সের উর্ধসীমা ৪০ বছর।

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ সাধারন ও OBC দের ১৬০ টাকা ( sc,st, ph, দের আবেদন করতে টাকা লাগবে না)

নির্বাচনের পদ্ধতিঃ প্রিলি, মেইন ও পার্সোনালিটি টেস্ট

ওয়েবসাইটঃ http://www.pscwbonline.gov.in

নতুন আবেদনকারীদের অবশ্যই  প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট http://www.pscwbonline.gov.in ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য।এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি দিন।সংশ্লিষ্ট নথি আপলোড করুন। http://www.pscwbonline.gov.in একবার এই তথ্য দেওয়া থাকলে আগের লগ ইন আই ডি ও পাসোয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। নতুনদের ক্ষেত্রে তথ্যগুলি যত্ন করে কোথাও লিখে রাখুন। পি এস সি এর যে কোনো পরীক্ষা দিতেই এগুলি কাজে লাগবে। রেজিস্ট্রেশন করার পর ভবিষ্যতের ব্যবহারের জন্য  একটি প্রিন্ট আউট রাখতে পারেন।

X