‘জমি থেকে উচ্ছেদের অনুমতি নেই, কেন্দ্রের জমি হলেও না’, বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্কঃ ‘রাজ্য সরকারের যদি অনুমতি না থাকে, তাহলে পশ্চিমবঙ্গে কাউকেই জমি থেকে উচ্ছেদ করা যাবে না। সে কেন্দ্রীয় সরকার, রেল, বন্দর কিংবা খনি, যার জমিই হোক না কেন’, এদিন তৃণমূল (Trinamool Congress) সরকারের কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যুতে কোণঠাসা তৃণমূল কংগ্রেস। অপরদিকে, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের জেরে আরো অস্বস্তিতে শাসক দল। এই পরিস্থিতিতেও এদিন ফের একবার রনংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে অফিসার এবং সকল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জমি থেকে উচ্ছেদের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা সাফ জানান, “রাজ্য সরকারের অনুমতি না নিয়ে কাউকে তার জমি থেকে উচ্ছেদ করা যাবে না। কেন্দ্রীয় সরকার, বন্দর, খনি কিংবা রেল, যে জমিই হোক না কেন। সরকারের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। এটা আমাদের সরকারের নীতি।”

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই এই সংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে এসেছে তৃণমূল সরকার। অতীতে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘পতিত সরকারি জমিতে যারা অনেকদিন ধরে বাস করে চলেছে, তাদেরকে পাট্টা প্রদান করা হবে, যাতে পরবর্তীতে তাদেরকে কেউ উচ্ছেদ করতে না পারে।’ আর এদিন সেই বিষয়ে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Untitled design 6 1

প্রসঙ্গত, এদিন রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল গিরি যে অন্যায় করেছে, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। মানুষের ভেতর সুন্দর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কেউ যদি অন্যায় করে, তাহলে তা কখনোই সমর্থনযোগ্য নয়।”


Sayan Das

সম্পর্কিত খবর