অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স করার মধ্যে দিয়ে টেষ্ট ক্রিকেটে একাধিক রেকর্ড নিজের নামে করে নিলেন স্টিভ স্মিথ।

এবারের অ্যাশেজ সিরিজে সবথেকে বেশি রান করেছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এবার স্মিথের ব্যাটে জমে উঠে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের বোলারদের কার্যত কালঘাম ছুটে যায় স্মিথ কে আউট করতে। দীর্ঘ এক বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করে স্মিথ যে এমন দুর্দান্ত পারফরম্যান্স করবে সেটা হয়তো খুব বড় ভক্ত স্মিথ ভক্তও কখনো ভাবতে পারেনি কিন্তু। সকলকে চমকে দিয়ে স্মিথ দেখিয়ে দিলেন এক মাস পরেই হোক কিংবা এক বছর পর স্মিথই যে টেষ্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান সেটা তিনি ফের একবার প্রমাণ করে দিলেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় স্টিভ স্মিথকে। এর ফলে তৃতীয় ম্যাচ খেলা হয়নি তার। আর পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ইনিংস কম খেলার দৌলতে স্মিথ টপকাতে পারলেন না বিখ্যাত অজি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানকে। এতদিন পর্যন্ত অ্যাশেজ সিরিজে সবথেকে বেশি রান ছিল ডন ব্র্যাডম্যানের তবে আন্তর্জাতিক ক্রিকেট মহল মনে করছিল সেই বেশি রানের রেকর্ড ভেঙ্গে এবার সেই তালিকার নাম লেখাবেন স্মিথ। কিন্তু এই সিরিজের তিনটি ইনিংস হাতছাড়া হওয়ার ফলে আপাতত ব্র্যাডম্যানের 89 বছরের রেকর্ড অক্ষুণ্ন থাকলো।

steve smith

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে না পারলে এবারের অ্যাশেজ সিরিজে স্মিথ করেছেন বেশ কয়েকটি রেকর্ড। এবারের অ্যাশেজ সিরিজে স্মিথের সবথেকে কম রানের ইনিংস ওভালের 23।

তবে দীর্ঘ 16 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে স্মিথ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড করে তুললেন। এক নজরে সেই সমস্ত রেকর্ড গুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

2000 সালের পর থেকে আজ পর্যন্ত একটি টেষ্ট সিরিজে এত বেশি রান কেউ করেন নি। অর্থাৎ এই সিরিজের স্মিথের করা 774 রানই হল একটি টেষ্ট সিরিজের সর্বোচ্চ রান। অবশ্য এর আগেও একটি টেষ্ট সিরিজে সর্বোচ্চ রান স্মিথের দখলেই ছিল। ভারতের বিরুদ্ধে 2014-15 সালে টেস্ট খেলতে এসে স্মিথ করেছিলেন 769 রান।

একটি টেস্ট সিরিজে একাধিকবার 700 এর চেয়ে বেশি রান করার নিরিখে স্মিথ উঠে এলেন ছয় নম্বরে। এর আগে মাত্র পাঁচ জন ব্যাটসম্যানের এই কৃতিত্ব ছিল। স্মিথ হলেন ষষ্ঠ ব্যাটসম্যান।

এছাড়াও এই অ্যাশেজ সিরিজে 110.57 গড়ে 774 রান করে একটি অ্যাশেজ সিরিজে বেশি রান করার নিরিখে স্মিথ উঠে এলেন পাঁচ নম্বরে।


Udayan Biswas

সম্পর্কিত খবর