জাদেজা এবং কে এল রাহুলের ভূয়সী প্রশংসা করলেন স্টিভ স্মিথ।

Published On:

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। সেই সফরে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে তার আগে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের ভূয়সী প্রশংসায় কুড়িয়ে নিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ বললেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ফিল্ডার হলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এর আগেও রবীন্দ্র জাদেজা তার দুরন্ত ফিল্ডিংয়ের জন্য প্রশংসা পেয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের কাছে। এইদিন জাদেজার আউটফিল্ডের ফিল্ডিংয়ের প্রশংসা করলেন স্টিভ স্মিথ।

এছাড়াও স্টিভ স্মিথ এর মুখে শোনা গেল ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুলের প্রশংসা। তিনি বললেন বর্তমানে যে সমস্ত ভারতীয় তরুণ ক্রিকেটাররা উঠে আসছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কে এল রাহুল। এছাড়াও স্টিভ স্মিথ জানিয়েছেন তিনি যে সমস্ত ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন তার মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আইপিএল। কারণ আইপিএলে খেলে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা। আর সেই কারণে আইপিএলে ট্রফি জিততে গেলে খুব পরিশ্রম করতে হয়।

X